Kolkata Rain Update: কলকাতার কোথায় কত বৃষ্টি হল সারারাত? এক নজরে আবহাওয়ার আপডেট
- Published by:Sanchari Kar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Rain Update: শনিবার থেকে কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু। শুক্রবার ভোররাতেও তা থামেনি।
কলকাতা: সপ্তাহান্তের শহরে খানিক রেহাই। রোদের দাবদাহ নয়। শনিবার থেকে কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু। শুক্রবার ভোররাতেও তা থামেনি। বৃষ্টিস্নাত শহরের নানা অংশ।রবিবারও আকাশ মেঘলা।
১৫ জুলাই রাত ১১টা থেকে ১৬ জুলাই রাত ২টো পর্যন্ত কলকায় বৃষ্টিপাতের পরিমাণ
ধাপা- ২৪ মিলিমিটার
তোপসিয়া- ৩৭ মিলিমিটার
advertisement
উল্টোডাঙা- ১১ মিলিমিটার
মানিকতলা- ১৮ মিলিমিটার
দত্তবাগান- ১৩ মিলিমিটার
বীরপাড়া- ৮ মিলিমিটার
কলেজ স্ট্রীট- ৪০ মিলিমিটার
পরমবাজার- ৩২ মিলিমিটার
ঠনঠনিয়া- ১৫ মিলিমিটার
বালিগঞ্জ- ২৮ মিলিমিটার
চেতলা- ২৭ মিলিমিটার
মোমিনপুর- ২৯ মিলিমিটার
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
advertisement
গ্রীষ্মের দাবদাহে দীর্ঘ সময়ে নাজেহাল কলকাতা। বিগত কয়েক দিনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। অল্প-বিস্তর বৃষ্টি দেখা দিয়েছে শহর এবং শহরতলির নানা অংশে। সপ্তাহান্তেও বৃষ্টিস্নাত শহর চাক্ষুষ করার সুযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 9:25 AM IST