Mamata Banerjee: SC-ST না হয়েও চাকরির পরীক্ষায় নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, বড় নির্দেশ মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

এস সি, এস টি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে প্রার্থীদের।

চাকরির পরীক্ষায় SC, ST না হয়েও নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, কী নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী    Mamata Banerjee-file Image
চাকরির পরীক্ষায় SC, ST না হয়েও নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, কী নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী Mamata Banerjee-file Image
কলকাতা: এস সি, এস টি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে প্রার্থীদের। ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলের আজ বৈঠকে মুখ‍্যমন্ত্রীর কাছে এই অভিযোগ সামনে আনলের মন্ত্রীসভার এক সদস‍্য। অভিযোগ পাওয়া মাত্রই মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।
আজ, সোমবার ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলের বৈঠক করেন মুখ‍্যমন্ত্রী। এই বৈঠকেই মন্ত্রীসভার এক সদস‍্য এই বড় অভিযোগ করেন। এস সি, এস টি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে অনেকের। কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের বিষয় নজরে এসেছে বলেই জানান হয়।
advertisement
advertisement
আদিবাসীদের জমি আদিবাসীদের জন্যই যাতে থাকে সেটা দেখতে হবে। আদিবাসীদের জন্য তৈরি মডেল স্কুল গুলির পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। অলচিকি ভাষায় কেন প্রশ্ন সময় মাফিক হচ্ছে না? সম্প্রতি D.El.Ed পরীক্ষায় অলচিকি ভাষায় প্রশ্নপত্র না পৌঁছানোয় এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
আদিবাসী অধ্যুষিত এলাকায় আরও বিশেষভাবে নজর দিতে হবে। এলাকায় এলাকায় আরও গিয়ে জনসংযোগ বাড়াতে নির্দেশ মমতার। ট্রাইবাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকা বিধায়ক, মন্ত্রীদের এমনই একাধিক নির্দেশ দিলেন তিনি। প্রসঙ্গত, এদিনের বৈঠকে ট্রাইবাল কাউন্সিলের সদস্য হিসাবে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আমন্ত্রণ জানান হলেও তিনি আসেননি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: SC-ST না হয়েও চাকরির পরীক্ষায় নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, বড় নির্দেশ মুখ‍্যমন্ত্রীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement