Fighter Jet: ১ রাফালের দামে ৪.৫ প্রজন্মের ৪ টি ফাইটার জেট! ক্ষমতা প্রচুর, ঘিরে ফেলেছিল F-৩৫ কে? ৬২০০০ কোটি টাকার ডিল দেখেই কাঁপছে চিন-পাকিস্তান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Fighter Jet: কমপক্ষে ২৫০ যুদ্ধবিমানের অভাব রয়েছে। এই অভাব পূরণ করা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভারত সরকার কিছুদিন আগেই আরও ৯৭ তেজস মার্ক-১A ফাইটার জেটস কেনার অনুমতি দিয়েছে। এর জন্য প্রায় ৬২ হাজার কোটি টাকা অনুমোদিত হয়েছে। এর আগে সরকার ৪৮ হাজার কোটি টাকার খরচে ৪৮ তেজস মার্ক-১A বিমানের কেনার অনুমতি দিয়েছে।
অর্থাৎ ভারতীয় বায়ু সেনার বহরে এখন তেজস মার্ক-১A ক্যাটাগরির মোট ১৮০ বিমান থাকবে। এদের থেকে ১০ স্কোয়াড্রন তৈরি হবে। এইভাবে সুখোইয়ের পরে বায়ু সেনায় এই বিমানের সবচেয়ে বড় বহর হবে। এর পাশাপাশি ভারতীয় বায়ু সেনার পরিকল্পনা ২০০ তেজস মার্ক-২ বিমান কেনার।Image: AP
অর্থাৎ ভারতীয় বায়ু সেনার বহরে এখন তেজস মার্ক-১A ক্যাটাগরির মোট ১৮০ বিমান থাকবে। এদের থেকে ১০ স্কোয়াড্রন তৈরি হবে। এইভাবে সুখোইয়ের পরে বায়ু সেনায় এই বিমানের সবচেয়ে বড় বহর হবে। এর পাশাপাশি ভারতীয় বায়ু সেনার পরিকল্পনা ২০০ তেজস মার্ক-২ বিমান কেনার।Image: AP
advertisement
advertisement
advertisement
অর্থাৎ এই মুহূর্তে মেরিন ফাইটার জেটের দাম ২৪০০ কোটি টাকার বেশি। দুইয়ের দামের তুল্যমূল্য বিচার করলেই বোঝা যাবে মেরিন রাফেলের দামে সহজেই কমপক্ষে ৪ দেশি তেজস ফাইটার আসবে। ভারতের এই দেশি চুক্তি দেখে রাশিয়া এবং ফ্রান্স মতো দেশ চিন্তিত হতে পারে। কারণ এই চুক্তির পরে এই দেশগুলো থেকে ভারতের ফাইটার জেটস কেনার সম্ভাবনা অনেক কম হয়ে গিয়েছে।
advertisement
পারফরম্যান্স এবং শক্তির গুণমানে বিশেষজ্ঞরা দেশি তেজস ফাইটার জেটসকে ভাল নম্বর দিচ্ছেন। এতে অনেক অসাধারণ বৈশিষ্ট্য আছে। ফিফথ্ না হলেও এগুলি এটি চার থেকে সাড়ে চার প্রজন্মের বিমান। যদিও, এদের রাফেলের বিকল্প হিসেবে গণ্য করা যায় না কারণ রাফেল অনেক ক্ষেত্রে পঞ্চম প্রজন্মের আমেরিকান ফাইটার জেট এফ-৩৫ কে টক্কর দেয়।
(File Photo)
(File Photo)
advertisement