TMC: আর দেরি নয়, বড় বদল আসতে চলেছে তৃণমূলে? লোকসভার আগে দারুণ চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: লোকসভা ভোটের আগে দুর্বল সংগঠনকে শক্তিশালী করতে রিভিউ তৃণমূলে৷
কলকাতা: লোকসভা ভোটের আগে সাংগঠনিক দুর্বলতা পুরোপুরি মিটিয়ে ফেলতে চায় তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই রাজ্যের বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর অবধি সমস্ত নেতার পারফরম্যান্স রিভিউ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের যে সব জায়গায় নির্বাচনী ফলাফল আশানুরূপ সাফল্য পায়নি, সেই সব জায়গায় সংগঠন মজবুত করতে বেশ কিছু বদল আসতে চলেছে বলে সূত্রের খবর।
লোকসভার আগে নজরে তৃণমূলের সংগঠন।পঞ্চায়েতের ফল দেখেই সিদ্ধান্ত শাসক দলের। খারাপ পারফরম্যান্স যে সব বুথে, জেলায় সেখানে বদলাতে পারে সাংগঠনিক নেতৃত্ব। নদীয়া, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, সহ বেশ কয়েকটি জেলায় নজরে। লোকসভার আগে সংগঠনের নীচুস্তরে বাড়তি নজর। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন অধিবেশন মঞ্চ থেকে দলের পারফরম্যান্স নিয়ে আগেভাগেই সতর্ক করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
পঞ্চায়েতে প্রার্থী বাছাই থেকে শুরু করে জেলার সাংগঠনিক নেতাদের দায়িত্ব কি হতে চলেছে তা আগেভাগেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন৷ রাজনৈতিক সূত্রের খবর, এর মধ্যে বেশ কয়েকটি জেলার বুথে নজর এসেছে, যেখানে কোনও না কোনও ভাবে পারফরম্যান্স যথাযথ হয়ে ওঠেনি৷ আর এই সব জায়গায় সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করছে দল। তবে সংগঠনের কাজে পারফরম্যান্স যে সর্বাধিক গুরুত্ব নিয়ে দেখা হবে তা আগেই বুঝিয়ে দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব৷
advertisement
এই প্রসঙ্গে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক তাপস রায় জানিয়েছেন, দলের প্রতীক, দলের সংগঠন ও মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটিই প্রধান। বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি যারা হচ্ছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ও শক্তিশালী সংগঠনের জন্যেই জয় হাসিল করে নিচ্ছেন৷ এর পরেও যদি কেউ সংগঠনের কাজে ফাঁকি মারে, যথাযথ দায়িত্ব পালন না করতে পারে তা একটা অপরাধ৷ একটা দলের প্রধান কাজই হল সংগঠনকে মজবুত প্রতিনিয়ত করা৷ আগেও দলের সংগঠনের কাজে নজর রাখা হত। এখনও সেই নজর রাখা হচ্ছে, তবে তা আগের তুলনায় অনেক বেশি৷ আর যে পারফর্ম করবে সে সুযোগ পাবে, যে করবে না সে পাবে না এটা বরাবর বজায় রাখা উচিত।
advertisement
আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি শুরু হয়ে যাবে লোকসভার প্রচার। ইতিমধ্যেই লোকসভাকে সামনে রেখে রাজ্যজুড়ে ঘুঁটি সাজাচ্ছে শাসক দল৷ সূত্রের খবর, যে সব স্থানে ফল খারাপ বা দ্বন্দের ছবি উঠে এসেছে সেখান থেকেই এবার দুর্বলতা সরিয়ে সরাসরি শক্তিশালী সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 10:13 AM IST

