TMC: বয়কট করল গোটা দল, অথচ নতুন সংসদ ভবন উদ্বোধনে হাজির ২ তৃণমূল সাংসদ! বিরাট জল্পনা

Last Updated:

TMC: রবিবার দিল্লিতে সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়াই অবশ্য প্রথম নয়, এর আগে গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল।

তৃণমূলে জোর জল্পনা
তৃণমূলে জোর জল্পনা
কলকাতা: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিরোধীরা। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ মোট ২০টি দল। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিল তারা। সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখার বিরোধিতায় এই প্রতিবাদ করে বিরোধী শিবির। কিন্তু তৃণমূল দলগত ভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেও সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইয়ের ওই অনুষ্ঠানে উপস্থিতি আরও একটি বিষয় ফের স্পষ্ট করে দিল, নামে তৃণমূলে থাকলেও আসলে তৃণমূলে ‘নেই’ ওই দুই সাংসদ।
রবিবার দিল্লিতে সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়াই অবশ্য প্রথম নয়, এর আগে গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। কিন্তু দলের সেই নির্দেশ উপেক্ষা করে এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনখড়কে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন সাংসদ পিতা-পুত্র।
advertisement
advertisement
সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীদের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছিল, “সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, তিনি যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণ দেন এবং সভা স্থগিত করেন। সংসদে পাস করা আইন কার্যকর করতে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাষ্ট্রপতিকে ছাড়া সংসদ অচল।”
advertisement
তারপরেই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন কেন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী শিবির। সংসদ ভবন উদ্বোধনের দিনই সেঙ্গল বা রাজদণ্ড স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশির ও দিব্যেন্দু আবারও বিতর্ক উসকে দিলেন। এখনও খাতাকলমে তৃণমূল সাংসদ তাঁরা। কিন্তু দলের নির্দেশ ভেঙে যেভাবে একের পর এক পদক্ষেপ করছেন তাঁরা, তাতে দলের সঙ্গে সংঘাত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: বয়কট করল গোটা দল, অথচ নতুন সংসদ ভবন উদ্বোধনে হাজির ২ তৃণমূল সাংসদ! বিরাট জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement