Anubrata Mondal News: অনুব্রতকে বড় বার্তা দিল তৃণমূল? এমন ঘটনা ঘটল, বিরাট আশঙ্কায় কেষ্ট-অনুরাগীরা
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Anubrata Mondal News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরেই বীরভূমে ফের কোপ পড়ল অনুব্রত ঘনিষ্ঠের উপর। নবজোয়ার যাত্রায় বীরভূম সফরে এসে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বোলপুর: ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুবরাজপুরের তৃণমূল নেতাকে৷ তৃণমূলের শুরু থেকেই দুবরাজপুরের ব্লক সভাপতি ছিলেন ভোলা মিত্র৷ রবিবার ফিরহাদ হাকিমের নেতৃত্ব বীরভূম কোর কমিটির বৈঠকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পঞ্চায়েত নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। বীরভূম জেলা কোর কমিটির সদস্য তথা সাংসদ শতাব্দী রায় বলেন, “দুবরাজপুরের ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া হল। ওখানে কমিটি গঠন করে দেওয়া হয়েছে৷”
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরেই বীরভূমে ফের কোপ পড়ল অনুব্রত ঘনিষ্ঠের উপর। নবজোয়ার যাত্রায় বীরভূম সফরে এসে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁকে ছেঁটে ফেলল দল। প্রসঙ্গত, বীরভূমের ১১ টি বিধানসভার মধ্যে দুবরাজপুর বিজেপির দখলে৷ তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা মিত্রকে সরিয়ে দেওয়া হল৷
advertisement
advertisement
পরিবর্তে ১৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে৷ তারমধ্যে ২ জন আহ্বায়ক। রবিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ।
advertisement
গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে পদে বহাল রেখে জেলার সাংগঠনিক কার্য পরিচালনার জন্য ৯ জনের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে৷ পর্যবেক্ষক হওয়ার পর এই প্রথম তিনি বীরভূমে কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন। পরে জেলা কমিটির বৈঠকেও যোগ দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal News: অনুব্রতকে বড় বার্তা দিল তৃণমূল? এমন ঘটনা ঘটল, বিরাট আশঙ্কায় কেষ্ট-অনুরাগীরা