Bangla News: সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে কে ঢুকল! সিসিটিভি দেখে মাথায় হাত সকলের!

Last Updated:

Bangla News: অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ব্যবসায়ীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেছে দেখা যায় এক যুবক বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করছে।

এ কী কাণ্ড (প্রতীকী চিত্র)
এ কী কাণ্ড (প্রতীকী চিত্র)
বিধাননগর: সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা। গাড়ি ভাঙচুর এবং ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি। কলকাতা গণেশ টকিজ এলাকার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। ঘটনা গত রবিবার ভোর রাতের।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এক ব্যবসায়ী সুজয় সাহা বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন, তার সল্টলেকের জিসি ব্লকের (GC-210) বাড়িতে কলকাতা গণেশ টকিজ এলাকার বাসিন্দা নিখিল আগরওয়াল নামে এক যুবক তার বাড়িতে চড়াও হয়। বাড়ির মধ্যে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে ও ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দেয়।
advertisement
advertisement
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ব্যবসায়ীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেছে দেখা যায় এক যুবক বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করছে। এরপরই পুলিশ অভিযুক্ত কলকাতা গণেশ টকিজ এলাকা থেকে নিখিল আগারওয়াল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। কেন এই হামলা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবকের সঙ্গে ব্যবসায়ীর ছেলে পড়াশোনা। সেই সূত্রে যোগাযোগ ছিল দুজনের মধ্যে।
advertisement
শনিবার রাতে বিদেশে থাকা ব্যবসায়ীর ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অভিযুক্ত যুবকের কথোপকথন চলছিল। এরপরই অভিযুক্ত যুবক নিখিল আগরওয়ালের অভিযোগ ব্যবসায়ীর ছেলে তাকে অশালীন ভাষায় কোনো মন্তব্য করে। তার পরিপ্রেক্ষিতে রবিবার ভোররাতে নিখিল আগরওয়াল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। ধৃত নিখিল আগরওয়ালকে আজ বিধাননগর আদালতে তোলা হয়েছে।
advertisement
—অনুপ চক্রবর্তী
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে কে ঢুকল! সিসিটিভি দেখে মাথায় হাত সকলের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement