Bangla News: সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে কে ঢুকল! সিসিটিভি দেখে মাথায় হাত সকলের!
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ব্যবসায়ীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেছে দেখা যায় এক যুবক বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করছে।
বিধাননগর: সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা। গাড়ি ভাঙচুর এবং ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি। কলকাতা গণেশ টকিজ এলাকার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। ঘটনা গত রবিবার ভোর রাতের।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এক ব্যবসায়ী সুজয় সাহা বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন, তার সল্টলেকের জিসি ব্লকের (GC-210) বাড়িতে কলকাতা গণেশ টকিজ এলাকার বাসিন্দা নিখিল আগরওয়াল নামে এক যুবক তার বাড়িতে চড়াও হয়। বাড়ির মধ্যে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে ও ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দেয়।
advertisement
advertisement
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ব্যবসায়ীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেছে দেখা যায় এক যুবক বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করছে। এরপরই পুলিশ অভিযুক্ত কলকাতা গণেশ টকিজ এলাকা থেকে নিখিল আগারওয়াল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। কেন এই হামলা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবকের সঙ্গে ব্যবসায়ীর ছেলে পড়াশোনা। সেই সূত্রে যোগাযোগ ছিল দুজনের মধ্যে।
advertisement
শনিবার রাতে বিদেশে থাকা ব্যবসায়ীর ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অভিযুক্ত যুবকের কথোপকথন চলছিল। এরপরই অভিযুক্ত যুবক নিখিল আগরওয়ালের অভিযোগ ব্যবসায়ীর ছেলে তাকে অশালীন ভাষায় কোনো মন্তব্য করে। তার পরিপ্রেক্ষিতে রবিবার ভোররাতে নিখিল আগরওয়াল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। ধৃত নিখিল আগরওয়ালকে আজ বিধাননগর আদালতে তোলা হয়েছে।
advertisement
—অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 2:01 PM IST