TMC: তৃণমূলের 'স্পেশাল-২২'! পঞ্চায়েতের আগেই টিম সাজাল ঘাসফুল শিবির

Last Updated:

TMC: প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনওরকম দায়িত্ব পালন করতে পারবেন না এই কমিটি

পঞ্চায়েতের আগেই টিম সাজাল ঘাসফুল শিবির
পঞ্চায়েতের আগেই টিম সাজাল ঘাসফুল শিবির
কলকাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ২২ জন নিয়ে দলের রাজ্য নির্বাচনী কমিটির নতুন টিম গঠন করল তৃণমূল নেতৃত্ব। জেলার জোনাল কমিটিগুলির সঙ্গে যোগাযোগ রাখবে এই কমিটি। কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনওরকম দায়িত্ব পালন করতে পারবেন না এই কমিটি।
সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূলের রাজ্য নির্বাচনী কমিটির ২২ জনের বৈঠক হল তৃণমূল ভবনে। অভিষেকের সফরের পাশাপাশি শীর্ষ নেতারা বিভিন্ন জেলার জোনাল ইলেকশন কমিটি গুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন। জেলা সফর করবেন। তবে প্রার্থী বাছাই এর কোনও দায়িত্ব পালন করবেন না। বৈঠকে ফিরহাদ হাকিম মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর বীরভূমের দায়িত্বে থাকবেন। সহ দায়িত্বে নিয়ে আসা হয়েছে নাদিমুল হককে। মালা রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গ ও হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মানস ভুঁইয়া দায়িত্বে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্ব পালন করবেন সুব্রত বক্সি। জেলা নেতাদের নিয়ে যে জোনাল কমিটি তৈরি হয়েছে গ্রাম বাংলার মতামত অভিযান কে ঘিরে, শীর্ষ এই ২২ নেতা যোগাযোগ রাখবেন।
advertisement
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস, বুলুচিক বরাইক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, বিবেক গুপ্ত।
দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের দায়িত্বে ফিরহাদ হাকিম ও নাদিমুল হক হাওড়ার দায়িত্বে থাকবেন মালা রায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: তৃণমূলের 'স্পেশাল-২২'! পঞ্চায়েতের আগেই টিম সাজাল ঘাসফুল শিবির
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement