Murshidabad News: স্কুল খুলতেই ভয়ঙ্কর ঘটনা! সহপাঠীর মা যা ঘটাল শিউরে উঠবেন আপনিও
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Murshidabad News: স্কুলের মধ্যেই দুই সহপাঠীর মধ্যে তর্কাতর্কি চলাকালীন মা স্কুলে এসে নিজের ছেলের বন্ধুকে তুলে আছড়ে দেয় বলে অভিযোগ
মুর্শিদাবাদ: গত এক সপ্তাহ ধরে গরমের জেরে স্কুল বন্ধ থাকার পর স্কুল খুলল সোমবার। আর স্কুল খুলতেই আজব কান্ড ঘটল মুর্শিদাবাদে। স্কুলের মধ্যেই দুই সহপাঠীর মধ্যে তর্কাতর্কি চলাকালীন মা স্কুলে এসে নিজের ছেলের বন্ধুকে তুলে আছড়ে দেয় বলে অভিযোগ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে।
জানা গিয়েছে, সোমবার সকালে বড়ঞা প্রাথমিক বিদ্যালয়ে দুই সহপাঠীর মধ্যে তর্কাতর্কি চলছিল। আর সেই তর্কাতর্কি হাতাহাতিতে পরিণত হয়। তখনই স্কুলের মধ্যে ওই শিশুর মা এসে হাজির হয়। অভিযোগ, ওই মহিলা এসে নিজের ছেলের বন্ধুকে তুলে আছড়ে মারার চেষ্টা করে। ঘটনায় গুরুতর আহত হন প্রথম শ্রেণীর ছাত্র শঙ্কর দাস। আহত অবস্থায় ওই শিশুকে তার পরিবারের লোকজন প্রথমে বড়ঞা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা। বর্তমানে ওই শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত শিশুর বাবা জানান, আমার ছেলের সঙ্গে তার সহপাঠীর তর্কাতর্কি চলছিল। আর তার জেরেই সহপাঠীর মা স্কুলে এসে আছাড় দিয়ে খুনের চেষ্টা করে। আমরা স্কুল কর্তৃপক্ষ ও থানায় বিষয়টি জানিয়েছি।
advertisement
যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত তারও শাস্তির দাবি জানিয়েছেন আহত শিশুর বাবা। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 4:36 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: স্কুল খুলতেই ভয়ঙ্কর ঘটনা! সহপাঠীর মা যা ঘটাল শিউরে উঠবেন আপনিও










