Nitish Kumar to meet Mamata Banerjee : পাখির চোখ লোকসভা! ২৪-এর আগে বিরোধী ঐক্যে শান, সোমবার দুপুরেই মমতা-নীতীশ সাক্ষাৎ... 

Last Updated:

Nitish Kumar to meet Mamata Banerjee : সোমবার দুপুর ২টোয় রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নে বৈঠকে বসবেন দুই মুখ্যমন্ত্রী।

আজ নবান্নে মমতা-নীতীশ সাক্ষাৎ
আজ নবান্নে মমতা-নীতীশ সাক্ষাৎ
কলকাতা: মঙ্গল নয়, সোমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, আজ দুপুর দুটোয় রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে এই সাক্ষাৎ হবে৷ পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। হাতে মাত্র এক বছর। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নীতীশ। রাজধানীতে দাঁড়িয়ে নীতীশ জানিয়েছিলেন, বিরোধী জোট গঠনের উদ্দেশে তিনি সব নেতানেত্রীর সঙ্গে কথা বলতে চান। ওই সফরে নীতীশের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বিরোধী জোট নিয়ে বাম নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমার। ফের বিরোধী ঐক্যে শান দিতে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার অর্থাৎ ২৪ তারিখ কলকাতায় আসছেন নীতীশ কুমার। গত মাসে সমাজবাদী পার্টির  নেতা তথা মুলায়ম সিংয়ের পুত্র অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে কালীঘাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এরপর ওড়িশা গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর এইচ ডি কুমারস্বামী আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে। সব মিলিয়ে বিরোধী ঐক্যে শান দিতে এই বৈঠকগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
একদা এনডিএ-র অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড) জোট ছেড়ে বেরিয়ে আসার পরই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের লাগাতার বৈঠক হয়ে চলেছে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই, আলোচনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের৷ কার্যত কে কথা শুরু করবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ এই অবস্থায় নীতীশ কুমার, আলোচনা শুরু করতে চলেছেন বলেই রাজনৈতিক মহলের খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nitish Kumar to meet Mamata Banerjee : পাখির চোখ লোকসভা! ২৪-এর আগে বিরোধী ঐক্যে শান, সোমবার দুপুরেই মমতা-নীতীশ সাক্ষাৎ... 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement