Nitish Kumar to meet Mamata Banerjee : পাখির চোখ লোকসভা! ২৪-এর আগে বিরোধী ঐক্যে শান, সোমবার দুপুরেই মমতা-নীতীশ সাক্ষাৎ...
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Nitish Kumar to meet Mamata Banerjee : সোমবার দুপুর ২টোয় রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নে বৈঠকে বসবেন দুই মুখ্যমন্ত্রী।
কলকাতা: মঙ্গল নয়, সোমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, আজ দুপুর দুটোয় রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে এই সাক্ষাৎ হবে৷ পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। হাতে মাত্র এক বছর। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নীতীশ। রাজধানীতে দাঁড়িয়ে নীতীশ জানিয়েছিলেন, বিরোধী জোট গঠনের উদ্দেশে তিনি সব নেতানেত্রীর সঙ্গে কথা বলতে চান। ওই সফরে নীতীশের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বিরোধী জোট নিয়ে বাম নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
advertisement
একদা এনডিএ-র অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড) জোট ছেড়ে বেরিয়ে আসার পরই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের লাগাতার বৈঠক হয়ে চলেছে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই, আলোচনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের৷ কার্যত কে কথা শুরু করবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ এই অবস্থায় নীতীশ কুমার, আলোচনা শুরু করতে চলেছেন বলেই রাজনৈতিক মহলের খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 10:19 AM IST