Mamata Banerjee: ভুল হল না মমতার, পৌঁছে গেলেন অভিষেককে নিয়ে! আনন্দে জড়িয়ে ধরলেন রিজওয়ানুরের মা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর থেকে রিজওয়ানুর রহমানের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
কলকাতা: ইদের দিন সকালে পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি সৌধতে মালা দিয়ে মোমবাতি জ্বালান মমতা৷ কথা বলেন রিজওয়ানুরের মায়ের সঙ্গেও৷
এ দিন সকালে প্রথমে রেড রোডে যান মুখ্যমন্ত্রী৷ সেখান নমাজ পাঠ শেষ হওয়ার পর বক্তব্য রাখেন তিনি৷ এর পর পার্ক সার্কাসের লাল মসজিদে যান মমতা ও অভিষেক৷ সেখান থেকেই পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেত বন্দ্যোপাধ্যায়৷ রিজওয়ানুরের মা কিশওয়ার জাহান, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। খুশির ইদের দিনে মমতাকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন রিজওয়ানুরের বৃদ্ধা মা৷
advertisement
advertisement
২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর থেকে রিজওয়ানুর রহমানের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এমন কি, রিজওয়ানুরের দাদা রুকবানুর ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। এখনও তিনি নদিয়ার চাপড়ার বিধায়ক।
advertisement
মমতা রিজুওয়ানুরের পরিবাররের নিয়মিত খোঁজ খবর রাখেন। ইদের দিনটিতে চেষ্টা করেন রিজওয়ানুর বাড়িতে আসতে। এবারও সেই সূচিতে কোনও বদল হয়নি।
এ দিন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।' মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, কোনও ভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করবে না তাঁর সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 4:33 PM IST