Mamata Banerjee: 'NRC করতে দেব না', রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা মমতার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
খিলাফত কমিটির সকলকে ইদের শুভেচ্ছা জানান মমতা।
কলকাতা: রেড রোডে ইদের মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নাম না করে বিজেপিকেও নিশানা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আসে এনআরসির প্রসঙ্গ।
তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে এনআরসি মেনে নেওয়া হবে না। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের উদ্দেশ্য বলছি আমি জীবন দিতে তৈরি, কিন্তু দেশ ভাগ করতে দেব না। আমার ওপর ভরসা রাখুন৷ আপনারা শান্তিতে থাকুন৷ কারও কথা শুনবেন না৷ কিছু কিছু গদ্দার দলের আমরা লড়ছি, আমরা এজেন্সির লড়ছি। আমরা লড়ার জন্য তৈরি৷ আমরা মাথা ঝোঁকাব না। কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে বলে বেড়ায় ভোট ভাঙিয়ে দেব৷ আর এক বছর বাকি ভোটের৷ কে ক্ষমতায় আসবে, সেটা বিচার করুন এখন৷ ইতিহাস বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে। বিলকিসের কেসে সকলকে ছেড়ে দিয়েছে৷ আমরা এই সবের বিরুদ্ধে লড়ব৷ এদের দাদাগিরি, এদের জুমলা আটকাতে হবে৷ আমরা সবাই এক হলে, ওদের চেয়ার টলে যাবে। আমরা ওদের চেয়ার বদলাবো৷'
advertisement
advertisement
খিলাফত কমিটির সকলকে ইদের শুভেচ্ছা জানান মমতা। বলেন, 'রেড রোডে নামাজের আয়োজন করা হয়েছে সুন্দর ভাবে। এত রোদে এত কষ্টে, এত গরমে আপনারা হিম্মত দেখিয়েছেন। আপনাদের কমিটমেন্ট আপনারা দেখিয়েছেন। আপনাদের সকলকে ইদের শুভেচ্ছা জানাচ্ছি।' মমতার বার্তা, 'কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। আমরা দাঙ্গা চাই না।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 11:10 AM IST