West Bengal Politics|| নজিরবিহীন নয় 'স্বতন্ত্র' প্রস্তাব, আগেও দু'বার বাংলার সঙ্গে যোগ রয়েছে, জানুন...

Last Updated:

Swatantrata prastav against Governor Jagdeep Dhankhar: রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব। তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনা ঘিরে রাজনৈতিক মহলের সর্বত্র চর্চা চলছে৷ তবে এই স্বতন্ত্র প্রস্তাব বিষয়টি একেবারেই নজিরবিহীন নয়।

#কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব। তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনা ঘিরে রাজনৈতিক মহলের সর্বত্র চর্চা চলছে৷ তবে এই স্বতন্ত্র প্রস্তাব বিষয়টি একেবারেই নজিরবিহীন নয়। এর আগে বাংলার প্রাক্তন রাজ্যপাল ধরমবীর ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের বিরুদ্ধেও স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছিল।
১৯৬৭ সালে বাংলার প্রাক্তন রাজ্যপাল ধরমবীরের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছিল রাজ্যসভায়৷ বামেদের সাংসদ ভূপেশ গুপ্ত এই প্রস্তাব এনেছিলেন। অভিযোগ ছিল তিনি নিজের মতো করে সরকার চালাচ্ছিলেন। যা নিয়ে বিস্তর রাজনৈতিক জলঘোলা হয়। এরপর বেশ কয়েক বছর আগে ফের রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব এনেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৎকালীন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংয়ের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছিল। দাবি ছিল, 'জনগণমন' নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে তিনি অশালীন মন্তব্য করেছিলেন। তাঁর বক্তব্যে ছিল, 'পঞ্চম জর্জকে খুশি করতেই রবীন্দ্রনাথ জনগণমন গেয়েছিলেন।'
advertisement
advertisement
সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর ড্রাফট নিয়ে প্রশংসা করেছিলেন। ইতিমধ্যেই তৃণমূল দাবি করেছে, 'স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন। কিন্তু তারা কখনওই সাংবিধানিক গন্ডি লঙ্ঘন করেননি। ভুলেও যাননি তাঁদের পদটা আসলে আলঙ্কারিক। তাঁরা সাংবিধানিকভাবে শীর্ষে থাকলেও আসলে ক্ষমতা কিন্তু রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই৷ তাঁদের সিদ্ধান্তকে তিনি সাংবিধানিক রূপ দেন। কিন্তু রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা।'
advertisement
আরও পড়ুন: রাতের কলকাতায় আতঙ্ক! বাইপাসে মূক-বধির তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ
তিনি আরও বলেন, 'আইনজীবী বলে কথায় কথায় সংবিধানের ধারা উল্লেখ করেন রাজ্যপাল। কিন্তু কখনওই বলেন না ১৯৪৯ সালে লেখা সংবিধানের ১৬৩ ধারায় ঠিক কী বলা রয়েছে। আসলে এই রাজ্যপাল পদটি অটুট রাখা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই পদটি রাজনীতিবিদদের রিটায়ারমেন্টে বেনিফিট। সাধারণভাবে কেউই নির্বাচিত সরকারের সাথে কেউই সংঘর্ষে যেতে চান না। কিন্তু বিজেপির প্রাক্তন এই মন্ত্রী আসলে বাংলা সরকারকে ব্যতিব্যস্ত করার হোমওয়ার্ক নিয়ে এসেছেন অমিত শাহদের কাছ থেকে৷ ভুলে যান মানুষের কাছে জবাবদিহি তাঁকে করতে হবে না, করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের৷ যদি তাঁরা ভুলও করেন জনগণ তাঁদের শিক্ষা দেবেন৷'
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Politics|| নজিরবিহীন নয় 'স্বতন্ত্র' প্রস্তাব, আগেও দু'বার বাংলার সঙ্গে যোগ রয়েছে, জানুন...
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement