বিজেপির 'পুতুল' নিয়ে আক্রমণে তৃণমূল, 'পর্দাফাঁস' নিয়ে পাল্টা আসরে গেরুয়া শিবির

Last Updated:

Tmc Vs Bjp: বিজেপি ইডি কিংবা সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করেন সুকান্ত মজুমদার।

বাকযুদ্ধ অব্যাহত
বাকযুদ্ধ অব্যাহত
#কলকাতা: কেন্দ্রীয় এজেন্সি বিজেপির 'পুতুল' বলে তৃণমূলের কটাক্ষের জবাব দিল বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর সেই রাজনৈতিক দলের বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার বললেন,' আমরা মনে করি না কেন্দ্রীয় এজেন্সি বিজেপির 'পুতুল'। তদন্ত তো আদালতের নির্দেশে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুক উনি কয়লা কাণ্ডে অভিযুক্ত নয়। উনি আদালতে থেকে ক্লিনচিট নিলে আর কেউ প্রশ্ন তুলবে না'।
পাশাপাশি  বিজেপি ইডি কিংবা সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করেন সুকান্ত মজুমদার। বলাবাহুল্য, গতকাল  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের দিনই #PuppetsofBJP এই বলে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা প্রচার শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। সমস্ত বিধায়ক, সাংসদ, সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন। ইতিমধ্যেই একাধিক মন্ত্রীও কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পুতুল বলে পোস্ট করেন। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল।এমনকি গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে বারবার জানাচ্ছে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই বিজেপির পুতুল এই হ্যাশট্যাগকে রেখে চলছে প্রচার। তবে কেন্দ্রীয় এজেন্সি গেরুয়া শিবিরের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ হামেশাই করে আসছে শাসক দল। খোদ দলের সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় এই অভিযোগ। এ নিয়ে যুযুধান দুই রাজনৈতিক দলের মধ্যে তরজা লেগেই থাকে। যদিও বিজেপি শিবির কোনও অবস্থাতেই কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপি যোগের অভিযোগ মানতে নারাজ।
advertisement
তারা বারবারই বলে আসছে যে, 'আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এক্ষেত্রে বিজেপির অঙ্গুলিহেলনের কোনও প্রশ্নই ওঠে না'। শাসক দলকে খোঁচা দিয়ে বিজেপি নেতৃত্বের কথায়, ' যারা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপি আঁতাতের অভিযোগ করছেন তাঁরা আদালতকে অসম্মান করছেন'। বিজেপি শিবিরের প্রশ্ন, যেভাবে শাসকদলের নেতাদের একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কোনও  নেতা- মন্ত্রী বলতে পারবেন যে দুর্নীতি হয়নি?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির 'পুতুল' নিয়ে আক্রমণে তৃণমূল, 'পর্দাফাঁস' নিয়ে পাল্টা আসরে গেরুয়া শিবির
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement