অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, যদি তার কথা মিথ্যে হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করুক শুভেন্দু অধিকারী।

অভিষেকের নিশানায় শুভেন্দু
অভিষেকের নিশানায় শুভেন্দু
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় সল্টলেক ইডি দফতর থেকে বেরিয়ে একের পর এক গুরুতর অভিযোগ করেছেন। নাম না করে বলেছেন, তাঁর কাছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অপরাধীর সঙ্গে কথোপকথনের ভয়েস রেকর্ড রয়েছে। অভিষেক এও চ্যালেঞ্জ করে, যদি তার কথা মিথ্যে হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করুক শুভেন্দু।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে সিবিআই-এর খাতায় ফেরার বিনয় মিশ্রর কথা বুঝিয়েছেন। শুভেন্দু অধিকারী নাকি ৬-৮ মাস আগে বিনয় মিশ্রকে ফোনে তাকে মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথোপকথনের ভয়েস টেপ অভিষেকের কাছে এসে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। ওই ভয়েস টেপ নিয়ে ফরেনসিক করানোর দাবি করেন। বলেন, 'সময় মতো আমি কোর্টে জমা করব ওই ভয়েস রেকর্ডিং '।
advertisement
advertisement
তার দাবি, শুভেন্দু অধিকারীকে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল।সুদীপ্ত সেন ২১-এর নির্বাচনের আগে লিখিত ভাবে জানিয়েছিল শুভেন্দু অধিকারী তার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছিল। অভিষেকের দাবি, ইডি, সিবিআই তাকে একবারও ডাকেনি কেন? বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।  অভিষেকের বক্তব্যের পর বিজেপি দলের মধ্যে শুভেন্দুকে নিয়ে অস্বস্তি আরও বাড়ল।
advertisement
এদিকে, তৃণমূল কংগ্রেস থেকে ভোটের আগে আসা নেতারা আবার ফিরে গেছে তৃণমূলে। এছাড়াও নিচু তলার বিজেপি কর্মীরা দল ছেড়ে গেছেন অনেক জায়গায়। দলের অন্দরে শুভেন্দু নিয়ে প্রশ্ন উঠেছে বলেও বিজেপি সূত্রের খবর। যদিও অভিষেকের দাবির পর মুখ খুলেছেন শুভেন্দুও। এই অডিও ক্লিপের দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতোই সাজানো হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন অডিও আছে৷ অডিও আপনি প্রকাশ করুন৷ আমার কোনও সমস্যা নেই৷ আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ নম্বরটাও প্রকাশ করতে হবে৷ যদিও না পারেন, তাহলে ধরে নেবো সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন৷ ' একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 'আমি সিপিএমকে উৎখাত করেছি৷ আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement