অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, যদি তার কথা মিথ্যে হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করুক শুভেন্দু অধিকারী।
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় সল্টলেক ইডি দফতর থেকে বেরিয়ে একের পর এক গুরুতর অভিযোগ করেছেন। নাম না করে বলেছেন, তাঁর কাছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অপরাধীর সঙ্গে কথোপকথনের ভয়েস রেকর্ড রয়েছে। অভিষেক এও চ্যালেঞ্জ করে, যদি তার কথা মিথ্যে হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করুক শুভেন্দু।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে সিবিআই-এর খাতায় ফেরার বিনয় মিশ্রর কথা বুঝিয়েছেন। শুভেন্দু অধিকারী নাকি ৬-৮ মাস আগে বিনয় মিশ্রকে ফোনে তাকে মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথোপকথনের ভয়েস টেপ অভিষেকের কাছে এসে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। ওই ভয়েস টেপ নিয়ে ফরেনসিক করানোর দাবি করেন। বলেন, 'সময় মতো আমি কোর্টে জমা করব ওই ভয়েস রেকর্ডিং '।
advertisement
advertisement
তার দাবি, শুভেন্দু অধিকারীকে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল।সুদীপ্ত সেন ২১-এর নির্বাচনের আগে লিখিত ভাবে জানিয়েছিল শুভেন্দু অধিকারী তার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছিল। অভিষেকের দাবি, ইডি, সিবিআই তাকে একবারও ডাকেনি কেন? বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। অভিষেকের বক্তব্যের পর বিজেপি দলের মধ্যে শুভেন্দুকে নিয়ে অস্বস্তি আরও বাড়ল।
advertisement
এদিকে, তৃণমূল কংগ্রেস থেকে ভোটের আগে আসা নেতারা আবার ফিরে গেছে তৃণমূলে। এছাড়াও নিচু তলার বিজেপি কর্মীরা দল ছেড়ে গেছেন অনেক জায়গায়। দলের অন্দরে শুভেন্দু নিয়ে প্রশ্ন উঠেছে বলেও বিজেপি সূত্রের খবর। যদিও অভিষেকের দাবির পর মুখ খুলেছেন শুভেন্দুও। এই অডিও ক্লিপের দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতোই সাজানো হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন অডিও আছে৷ অডিও আপনি প্রকাশ করুন৷ আমার কোনও সমস্যা নেই৷ আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ নম্বরটাও প্রকাশ করতে হবে৷ যদিও না পারেন, তাহলে ধরে নেবো সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন৷ ' একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 'আমি সিপিএমকে উৎখাত করেছি৷ আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 9:03 AM IST