Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগে নয়া 'দুর্নীতি' ফাঁস! ফের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়, দিলেন মামলার অনুমতি

Last Updated:

Teacher Recruitment Scam: বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই নয়া দুর্নীতির এই তথ্য সামনে। চাকরিপ্রার্থীদের বেনিয়মের অভিযোগ শোনার পর বৃহস্পতিবার নতুন করে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শিক্ষক নিয়োগে নয়া 'দুর্নীতি'
শিক্ষক নিয়োগে নয়া 'দুর্নীতি'
#কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে তোলপাড় গোটা রাজ্য। তদন্তে নেমে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। অন্যদিকে একের পর এক বিপুল পরিমাণ টাকার হদিস পাওয়া যাচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। আর এর মধ্যেই নতুন করে প্রকাশ্যে এল আরও একটি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ। চাকরিপ্রার্থীরা আদালতকে জানিয়েছেন, এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রেও মেধাতালিকার বাইরের অনেকে চাকরি পেয়েছেন।
বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই নয়া দুর্নীতির এই তথ্য সামনে চলে আসে। চাকরিপ্রার্থীদের বেনিয়মের অভিযোগ শোনার পর বৃহস্পতিবার তাদের নতুন করে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে কার্যত এসএসসি দুর্নীতি মামলার তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নতুন মামলা। কাল, শুক্রবার এই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
অভিযোগ, মেধা তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণ নিয়ম মানাই হয়নি। মেধাতালিকার বাইরে থেকে চাকরি পেয়েছেন অনেকে। চাকরিপ্রার্থীদের এও দাবি, মেধায় 'হাইজাম্প' করে চাকরি পেয়েছে অনেকেই। নতুন অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তারই পরিপ্রেক্ষিতে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা থেকেই জানা যায় নিয়োগের নতুন দুর্নীতি তথ্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগে নয়া 'দুর্নীতি' ফাঁস! ফের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়, দিলেন মামলার অনুমতি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement