West Bengal News: বড় ঘোষণা। ই-টেন্ডার নিয়ে নয়া নিয়ম নবান্নের! দুর্নীতি রুখতে নয়া দাওয়াই?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal News: পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলে ঠিকাদারি নিয়ে রাজ্যের শাসক দল একটা স্বচ্ছভাবমূর্তি সামনে আনতে চাইছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
#কলকাতা : এখন থেকে পঞ্চায়েত বা পুরসভা এক লক্ষ টাকা মূল্যের কোনও কাজ করতে চাইলেও বাধ্যতামূলকভাবে ই-টেন্ডারিং করতে হবে। শুধু কাগজে বিজ্ঞাপন দিলে হবে না, রাজ্য সরকারের নিজস্ব টেন্ডার পোর্টালে ই-টেন্ডার ডাকতে হবে। সরকারি কাজে ঠিকাদারি নিয়ে দলবাজী ও দুর্ণীতি বন্ধে এই সিদ্ধান্ত নিল রাজ সরকার। শুধু তাই নয়, টেন্ডারের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্যের অর্থ দফতরের এই নয়া নিয়ম বলেই আধিকারিকদের ব্যাখ্যা (West Bengal News)।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলে ঠিকাদারি নিয়ে রাজ্যের শাসক দল একটা স্বচ্ছভাবমূর্তি সামনে আনতে চাইছে। পাশাপাশি ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতরের ই টেন্ডার প্রক্রিয়া বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়েছে। সেই কথা মাথায় রেখেই এবার এই নয়া সিদ্ধান্ত নবান্নের বলেই আধিকারিকদের ব্যাখ্যা (West Bengal News)।
advertisement
advertisement
বুধবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি দফতর ছাড়াও স্বশাসিত সংস্থা, আন্ডারটেকিং, বিভিন্ন দফতরের অধীনে থাকা বিধিবদ্ধ সংস্থা,উন্নয়ন পর্ষদগুলিকে এই নীতি বাধত্যামূলকভাবে মেনে চলতে হবে। আইনি গেঁড়োয় আটকা পড়ার ভয় একাধিক দপ্তর বিভিন্ন কাজ তাদের অধীনে থাকা বিধিবদ্ধ সংস্থা বা ডেভালপমেন্ট অথরিটিকে হাতিয়ার করে। যাতে ইচ্ছেমতো টেন্ডার করে পছন্দের ঠিকাদার নিয়োগ করা যায়। এভাবে সরকারি অর্থ অপচয়ের নজিরও রয়েছে। আর্থিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার এবার অপচয় নিয়ন্ত্রণে ই-টেন্ডারিংয়ের নামে কাজের পদ্ধতি বদল করল। যাতে ছোট কাজেও পদ্ধতি মেনে ঠিকাদার নিয়োগ হয় (West Bengal News)।
advertisement
প্রসঙ্গত রাজ্যে প্রথম ই-টেন্ডারিং ব্যবস্থা শুরু হয়েছিল ২০১২ সালে পূর্ত দফতরে। তখন ৫০ লক্ষ টাকা বা তার বেশ অঙ্কের কাজের জন্য ই-টেন্ডারিং করে ঠিকাদার নিয়োগ করা হত। পরের বছরে অবশ্য তা সংশোধন করে ৫ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের কাজের ক্ষেত্রে ই-টেন্ডারিং ব্যবস্থা চালু হয়। এরপর দেখা যাচ্ছিল বহু দফতর ই-টেন্ডারিং এরাতে পাঁচ লক্ষ টাকার কাজকে কয়েকটি ভাগে ভাগ করে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করাচ্ছে। পঞ্চায়েত বা পুরসভা এই নীতি মানছিল না। তাদের নিয়ন্ত্রণে আনতে এখন সব কাজই ই-টেন্ডারিং করে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2022 1:38 PM IST