Viral: Shaadi.com-এ সবচেয়ে বেশি সার্চ করা কী ওয়ার্ড কী…? না, আইএএস বা আইপিএস কিন্তু নয়!

Last Updated:

Viral: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সম্প্রতি কটাক্ষ করেছেন যে Shaadi.com-এ সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডটি আর কিন্তু IAS বা IPS অফিসার নয়, যেমনটি আশা করা হয়।

বিয়ের বাজারে Google Search-এ খোঁজ কাদের?
Representative Image
বিয়ের বাজারে Google Search-এ খোঁজ কাদের? Representative Image
#কলকাতা: বিয়ের বাজারে, একজন সরকারী কর্মচারী হওয়া বা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়াকে বরাবরই সামাজিক দিকে থেকে 'উচ্চমানের' পাত্র হিসাবে বিবেচনা করা হত। কিন্তু এখন আর মনে হয় সেরকমটা নেই। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সম্প্রতি কটাক্ষ করেছেন যে Shaadi.com-এ সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডটি আর কিন্তু IAS বা IPS অফিসার নয়, যেমনটি আশা করা হয়। পরিবর্তে, 'স্টার্টআপ ফাউন্ডার' বিয়ের প্ল্যাটফর্মটিতে বর্তমানে জনপ্রিয় কীওয়ার্ডগুলির তালিকার শীর্ষে৷
মন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তাঁর পর্যবেক্ষণ শেয়ার করতে গিয়ে রাজীব চন্দ্রশেখর জানান যে তাঁকে তাঁর একটি নির্ভরযোগ্য সূত্র মাধ্যমে জানানো হয়েছে যে 'স্টার্টআপ ব্যবসায়ী' এবং 'স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা'রাই এখন Shaadi.com-এ সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডের তালিকার শীর্ষে রয়েছেন৷
advertisement
advertisement
ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহে তাঁর সমাপ্তি ভাষণে চন্দ্রশেখর বলেন, "সম্প্রতি বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি আজকাল প্রায়ই ম্যাট্রিমোনিয়াল সাইটে যে যে পেশার অনুসন্ধান করা হয় তাতে কিন্তু আইএএস নয় বা আইপিএস নয়, টাটা কোম্পানি বা বিড়লা কোম্পানি নয়, এগিয়ে আছেন স্টার্টআপ কোম্পানির উচ্চপদের কর্মী ও প্রতিষ্ঠাতারা।" যদিও কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি নিয়ে মজার রসিকতা করেছিলেন কিনা তা তাঁর বক্তব্যে স্পষ্ট না।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল গুজরাটের গান্ধিনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২ উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়া দুর্নীতি থেকে দরিদ্রদের ত্রাণ দিয়েছে এবং এটি সমস্ত ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের নির্মূল করার জন্য কাজ করছে, প্রধানমন্ত্রী মোদি অনুষ্ঠানে এমনটাই বলেছিলেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Shaadi.com-এ সবচেয়ে বেশি সার্চ করা কী ওয়ার্ড কী…? না, আইএএস বা আইপিএস কিন্তু নয়!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement