Relationship Tips: বিয়ের ঠিক পরেই স্বামী-স্ত্রীর জীবনে বদলে যায় 'এই কয়েকটি' জিনিস! কী কী বলুন তো? জানুন এবং সতর্ক হন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Relationship Tips: কী এই পরিবর্তন যা প্রতিটি দম্পতির ক্ষেত্রেই হয়ে থাকে বিবাহের পরেই। বিয়ের ঠিক পরেই স্বামী স্ত্রীর জীবনে বদলে বদলে যায় কোন বিষয়গুলি? আপনি জানেন তো!
ভালোবাসা শুধু গুণ দিয়েই হয় না, দোষ দিয়েও করতে হয়-
মাঝে মাঝে দূরে থেকে যে মানুষটিকে আপনার কাছে আকর্ষণের মূর্তি মনে হয় কখনও বিয়ের পর উল্টোটাও হতে পারে। জীবন ততটা সহজ এবং সুন্দর নয় যতটা আপনি ভেবেছিলেন। এমন পরিস্থিতিতে, প্রত্যেকেই বিয়ের কয়েকদিন পরেই বুঝতে পারেন যে সঙ্গীর ত্রুটিগুলিও মেনে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে।
advertisement
advertisement
ছোট জিনিসের গুরুত্ব
বিয়ের পরে পারস্পরিক বোঝাপড়ায় আপনি দাম্পত্যের ছোট ছোট জিনিসের গুরুত্ব বুঝতে শুরু করবেন। আপনারা দুজনেই বুঝতে শুরু করবেন বাস্তব জীবনে ছোট ছোট শব্দের গুরুত্ব কত বড়। বিয়ের আগে আপনি নিজের কথা শুনতে পছন্দ করতেন, বিয়ের পরে আপনি আপনার সঙ্গীর প্রশংসা করার দক্ষতাও বুঝতে পারেন আরও ভাল করে।
advertisement

দায়িত্ববোধের অনুভূতি :
বিয়ের পর দায়িত্ব বুঝে নেন স্বামী ও স্ত্রী। সেই দায়িত্ব পালনের জন্য তারা তাদের আগের রুটিন ও অভ্যাসের অনেক পরিবর্তন করেন। আর এই পরিবর্তনও কম বেশি সবার জীবনেই হয়ে থাকে। আপনি সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্বশীল হয়ে উঠুন এবং দায়িত্ব ভাগ করতে শিখুন।
advertisement
অগ্রাধিকার পরিবর্তন:
বিয়ের পর বেশিরভাগ মানুষের অগ্রাধিকার বদলে যায়। আগে বন্ধু এবং অফিস আপনার প্রাধান্য ছিল, কিন্তু বিয়ের পর জীবনসঙ্গী প্রকৃত অর্থে প্রাধান্য পায়।
অস্বীকৃতি: এখানে দেওয়া তথ্য ঘরোয়া প্রতিকার এবং সাধারণ তথ্যের উপর ভিত্তি করে নেওয়া। এটি গ্রহণ করার আগে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিউজ ১৮ বাংলা এটি নিশ্চিত করে না।
Location :
First Published :
July 26, 2022 11:58 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: বিয়ের ঠিক পরেই স্বামী-স্ত্রীর জীবনে বদলে যায় 'এই কয়েকটি' জিনিস! কী কী বলুন তো? জানুন এবং সতর্ক হন!