Tab Scam: ট্যাব কাণ্ডে এবার ভরসা আধার কার্ড! স্কুল শিক্ষা দফতরকে নয়া নির্দেশ নবান্নের, টাকা লোপাট রুখতে কী করতে চলেছে রাজ্য?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Tab Scam: একের পর এক পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে গায়েব ট্যাবের টাকা। গত বেশ কয়েকদিন ধরেই ট্যাবের টাকা গায়েব হওয়া নিয়ে চাঞ্চল্য রাজ্যজুড়ে।ট্যাবের টাকা গায়েব রুখতে ভরসা এবার আধার কার্ড।
কলকাতা: একের পর এক পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে গায়েব ট্যাবের টাকা। গত বেশ কয়েকদিন ধরেই ট্যাবের টাকা গায়েব হওয়া নিয়ে চাঞ্চল্য রাজ্যজুড়ে। গতকাল এই নিয়ে নবান্ন হয়েছে বিশেষ বৈঠক। ট্যাবের টাকা গায়েব রুখতে ভরসা এবার আধার কার্ড।
সূত্রের খবর অনুযায়ী, আঁধার কার্ড সংযুক্তিকরনের মাধ্যমে পড়ুয়াদের ট্যাবের টাকা দিতে চলেছে সরকার।আধারভিত্তিক পড়ুয়াদের চিহ্নিতকরণ করতে চায় রাজ্য।ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি নিতে চায় রাজ্য।
advertisement
advertisement
আগামী বছর থেকে এই পরিকল্পনা কার্যকর করার জন্য স্কুল শিক্ষা দফতরকে পরিকল্পনার নির্দেশ। মঙ্গলবারই এই নির্দেশ দিল নবান্ন। এখনও পর্যন্ত, আধার কার্ড সংযুক্তিকরণ ছিল না ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে।
advertisement
প্রসঙ্গত, রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে বিভিন্ন জেলায় জেলায় রিপোর্ট চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সোমবারের মধ্যে রিপোর্ট চেয়েছিল স্কুল শিক্ষা দফতর বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে। সেই রিপোর্টেই ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকার গায়েবের ঘটনার তথ্য উঠে আসে। সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষা দফতর। ফের জেলায় জেলায় ভেরিফিকেশনের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 12, 2024 12:17 PM IST








