Bike Mileage: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন...খরচ মাত্র ১০০ টাকা!

Last Updated:
Bike Mileage Boosting: বাইকের মাইলেজ কমার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রে বাইকের কেবলমাত্র একটি অংশ বদলে দিলেই বেড়ে যেতে পারে মাইলেজ।
1/8
প্রতিটি পরিবারেই এখন জায়গা করে নিয়েছে বাইক বা স্কুটি। ভারতে দিন দিন আরও বাড়ছে দুই চাকার গাড়ির ব‍্যবহার। কিন্তু শুধু বাইক কিনলেই হল না। দাম দিয়ে কেনা বাইকের প্রয়োজন সঠিক যত্ন। তবেই বাড়বে মাইলেজ।
প্রতিটি পরিবারেই এখন জায়গা করে নিয়েছে বাইক বা স্কুটি। ভারতে দিন দিন আরও বাড়ছে দুই চাকার গাড়ির ব‍্যবহার। কিন্তু শুধু বাইক কিনলেই হল না। দাম দিয়ে কেনা বাইকের প্রয়োজন সঠিক যত্ন। তবেই বাড়বে মাইলেজ।
advertisement
2/8
গাড়ি কেনার ক্ষেত্রে মধ‍্যবিত্তের সেরা ভরসা বাইক। তবে অনেক সময় দেখা যায় সাধের বাইকের মাইলেজ কমে গিয়েছে। নতুন অবস্থায় যে জোরে ছুটত আপনার বাইক, খানিকটা যেন কমে গিয়েছে সেই ক্ষমতা। সেইসঙ্গে বেড়ে যায় পেট্রোলের খরচও।
গাড়ি কেনার ক্ষেত্রে মধ‍্যবিত্তের সেরা ভরসা বাইক। তবে অনেক সময় দেখা যায় সাধের বাইকের মাইলেজ কমে গিয়েছে। নতুন অবস্থায় যে জোরে ছুটত আপনার বাইক, খানিকটা যেন কমে গিয়েছে সেই ক্ষমতা। সেইসঙ্গে বেড়ে যায় পেট্রোলের খরচও।
advertisement
3/8
বাইকের মাইলেজ কমার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রে বাইকের কেবলমাত্র একটি অংশ বদলে দিলেই বেড়ে যেতে পারে মাইলেজ।
বাইকের মাইলেজ কমার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রে বাইকের কেবলমাত্র একটি অংশ বদলে দিলেই বেড়ে যেতে পারে মাইলেজ।
advertisement
4/8
বাইকের কোনও অংশ বদলানোর প্রসঙ্গ এলেই পকেটে টান পড়ে মধ‍্যবিত্তের। তবে মাইলেজ বাড়ানো জন‍্য যে অংশটি বদলানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, তাতে খরচও খুব বেশি নয়।
বাইকের কোনও অংশ বদলানোর প্রসঙ্গ এলেই পকেটে টান পড়ে মধ‍্যবিত্তের। তবে মাইলেজ বাড়ানো জন‍্য যে অংশটি বদলানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, তাতে খরচও খুব বেশি নয়।
advertisement
5/8
এয়ার ফিল্টার বাইকের মাইলেজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এয়ার ফিল্টার নোংরা বা পুরনো হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় মাইলেজ। বেড়ে যায় তেলের খরচও।
এয়ার ফিল্টার বাইকের মাইলেজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এয়ার ফিল্টার নোংরা বা পুরনো হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় মাইলেজ। বেড়ে যায় তেলের খরচও।
advertisement
6/8
সাধারণত, বাইক ৩০০০ থেকে ৫০০০ কিমি চলার পরই এর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। কিন্তু নোংরা জায়গায় বাইক চালালে যেখানে প্রচুর ধুলো-ময়লা থাকে, তাহলে আগে ফিল্টার বদলানো ভালো। খরচ প্রায় ১০০ টাকা। অর্থাত্‍ খুবই কম।
সাধারণত, বাইক ৩০০০ থেকে ৫০০০ কিমি চলার পরই এর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। কিন্তু নোংরা জায়গায় বাইক চালালে যেখানে প্রচুর ধুলো-ময়লা থাকে, তাহলে আগে ফিল্টার বদলানো ভালো। খরচ প্রায় ১০০ টাকা। অর্থাত্‍ খুবই কম।
advertisement
7/8
নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনে ধুলো এবং ময়লা প্রবেশ করা বন্ধ করে না। এটি ইঞ্জিনের অংশগুলিতে ঘর্ষণ বাড়ায়। এজন্য ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু বাড়বে।
নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনে ধুলো এবং ময়লা প্রবেশ করা বন্ধ করে না। এটি ইঞ্জিনের অংশগুলিতে ঘর্ষণ বাড়ায়। এজন্য ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু বাড়বে।
advertisement
8/8
নতুন এয়ার ফিল্টার যা ক্লিনার, ইঞ্জিনে আরও তাজা বাতাস সরবরাহ করে। এটি ইঞ্জিনের জ্বালানি দক্ষতা উন্নত করে এবং মাইলেজ বাড়ায়।
নতুন এয়ার ফিল্টার যা ক্লিনার, ইঞ্জিনে আরও তাজা বাতাস সরবরাহ করে। এটি ইঞ্জিনের জ্বালানি দক্ষতা উন্নত করে এবং মাইলেজ বাড়ায়।
advertisement
advertisement
advertisement