Suvendu Adhikari: কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর রাজ্য সরকারকে সরাসরি দেবে না কেন্দ্র...বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর

Last Updated:

কেন্দ্রীয় প্রকল্পের টাকা এবার সরাসরি মিলবে রিজার্ভ ব্যাঙ্কের ই-প্ল্যাটফর্ম থেকে। নিজের সোশ্যাল মিডিয়ায় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশ করে এও বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (File Photo)
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (File Photo)
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ‘‘কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর রাজ্য সরকারকে সরাসরি দেবে না কেন্দ্র।’’ কেন্দ্রীয় প্রকল্পের টাকা এবার সরাসরি মিলবে রিজার্ভ ব্যাঙ্কের ই-প্ল্যাটফর্ম থেকে। নিজের সোশ্যাল মিডিয়ায় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশ করে এও বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেন্দ্রের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে শুভেন্দু খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে। বললেন, ‘‘জাস্ট ইন টাইম প্রকল্পে দেওয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকার নজরদারি এবার থেকে করবে সিঙ্গল নোডাল এজেন্সি।’’ এবার থেকে রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন প্রকল্পের টাকার সঠিক ব্যবহার হবে বলে মত শুভেন্দু অধিকারীর। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্য সরকার আর অনৈতিকভাবে কেন্দ্রীয় এক প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করতে পারবে না বলেও নিজের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
কেন্দ্রীয় একাধিক প্রকল্পের টাকা রাজ্য সরকার অনৈতিকভাবে ব্যবহার করছে বলে বারবারই দাবি করে থাকেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ করা হচ্ছে, শাসকদল তথা সরকারকে নিশানা করে এমন চাঞ্চল্যকর অভিযোগেও সরব হয়েছেন বিরোধী দলনেতা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজ্যে একাধিক কেন্দ্রীয় টিমও এসেছে অভিযোগ খতিয়ে দেখতে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক বা মিড ডে মিল-সহ নানান প্রকল্পের টাকা সাধারণ মানুষের কাজে না লেগে দুর্নীতি করা হয়েছে বলেও সুর চড়ান শুভেন্দু। কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে শাসক দল ভোট ব্যাঙ্কের স্বার্থে বেআইনিভাবে সরকারি ক্ষতিপূরণও মিটিয়েছে বলেও অভিযোগের বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে শুভেন্দুর দাবি, ‘‘এবার থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর সরকারকে সরাসরি দেবে না কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কের মারফতই মিলবে সেই টাকা।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর রাজ্য সরকারকে সরাসরি দেবে না কেন্দ্র...বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement