Suvendu Adhikari: তৃণমূলের প্রার্থী বাংলাদেশের নাগরিক, হাইকোর্টের নির্দেশকে অস্ত্র করলেন শুভেন্দু

Last Updated:

নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়, বাংলাদেশের ভোটার তালিকায় আলো রানির নাম রয়েছে৷

আদালতের রায়কে অস্ত্র করলেন শুভেন্দু৷
আদালতের রায়কে অস্ত্র করলেন শুভেন্দু৷
#কলকাতা: তিনি বাংলাদেশেরও নাগরিক৷ এই অভিযোগে ২০২১ সালের নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের ফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা তৃণমূল প্রার্থী আলো রানি সরকারের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷
অভিযোগ, ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকাতেও আলো রানির নাম ছিল বলে অভিযোগ৷ আদালতের এই নির্দেশকে তুলে ধরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
ঘটনাচক্রে এই আলো রানি সরকারকেই ২০১৬ সালে বীজপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি৷ সেই সময় তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়ের কাছে পরাজিত হন তিনি৷ পরবর্তী সময়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলো রানি৷
advertisement
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি-র স্বপন মজুমদারের কাছে পরাজিত হন আলো রানি৷ এই ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি৷
সেই মামলার শুনানিতেই বনগাঁ দক্ষিণের বিধায়কের তরফে আদালতকে জানানো হয়, আলো রানি সরকারের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে৷ দাবির সমর্থনে বেশ কিছু নথিও আদালতে জমা দেন বিজেপি বিধায়ক৷ ওই সমস্ত নথি খতিয়ে দেখে আলো রানির বাংলাদেশী নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দেওয়া নির্দশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷
advertisement
advertisement
নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়, বাংলাদেশের ভোটার তালিকায় আলো রানির নাম রয়েছে৷ ভারতে যেহেতু দ্বৈত নাগরিকত্ব নেওয়ার নিয়ম নেই, তাই আলো রানি ভারতের নাগরিকই নন বলে জানিয়ে দেয় হাইকোর্ট৷ নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে দােয়র করা তাঁর মামলাো বাতিল করে দেয় হাইকোর্ট৷ আলো রানির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট৷
advertisement
আদালতের এই নির্দেশকেই অস্ত্র করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন, 'নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতে তৃণমূল কংগ্রেস বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার বন্দোবস্ত করে দিত৷ কিন্তু ভারতের নাগরিকই নন, এমন একজনকে নির্বাচনে প্রার্থী করা বেনজির ঘটনা৷' আলো রানির মামলায় আদালতের নির্দেশের কপি ট্যুইটও করেন রাজ্যের বিরোধী দলনেতা৷ তাঁর আশা, আলো রানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন৷
advertisement
আদালতে শুনানি চলাকালীন স্বপন মজুমদারের আইনজীবীরা দাবি করেন, আলো রানির স্বামী হরেন্দ্র নাথ সরকার বাংলাদেশের বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের একজন অধ্যাপক৷ পাল্টা আলো রানি সরকারের আইনজীবীরা আদালতকে জানান, ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেই তাঁর জন্ম৷ ১৯৮০ সালে বিয়ের পর তিনি বাংলাদেশের নাগরিক হন৷ কিন্তু স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আলো রানি ভারতে ফিরে আসেন বলেই আদালতকে জানান তাঁর আইনজীবীরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: তৃণমূলের প্রার্থী বাংলাদেশের নাগরিক, হাইকোর্টের নির্দেশকে অস্ত্র করলেন শুভেন্দু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement