Anubrata Mondal: 'মরি নাই, আপনাদের সঙ্গেই থাকব', বীরভূমে পা দিয়েই আশ্বাস অনুব্রতর

Last Updated:

গত দেড় মাস ধরে প্রিয় নেতাকে নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন তাঁর অনুগামীরা৷

বীরভূমে ফিরলেন অনুব্রত৷
বীরভূমে ফিরলেন অনুব্রত৷
#বোলপুর: কবে ফিরবেন তিনি? সেই অপেক্ষাতেই দিন গুনছিলেন বীরভূমের তৃণমূেল নেতা-কর্মীরা৷ শেষ পর্যন্ত শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল৷ নিজের গড় বীরভূমে পা রাখলেন অনুব্রত৷ বীরভূমের মাটিতে পা দিয়েই অনুগামীদের প্রতি আশ্বাস, 'আমি আপনাদের সঙ্গেই থাকব৷'
গত ৬ এপ্রিল থেকে কলকাতায় অনুব্রতকে নিয়ে টানাপোড়েন শুরু৷ ওই দিন চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হন অনুব্রত৷ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও সেদিন সেখানে যাননি তিনি৷ এর পর বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে কলকাতার ফ্ল্যাটে ফেরেন অনুব্রত৷ শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সিবিআই দফতরে নিজে থেকেই হাজিরা দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷
advertisement
advertisement
ফলে গত দেড় মাস ধরে প্রিয় নেতাকে নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন তাঁর অনুগামীরা৷ সিবিআই দফতরে হাজিরা দিয়ে, এসএসকেএম হাসপাতালে চেক আপ করিয়ে শুক্রবার বোলপুরে ফেরেন অনুব্রত৷ আগে থেকেই তাঁকে স্বাগত জানাতে তৈরি ছিলেন বীরভূমের তৃণমূলের নেতা, কর্মীরা৷ অনুব্রতর যাত্রাপথেও রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন তাঁরা৷ অনুব্রতর জেলায় প্রত্যাবর্তনের খুশিতে শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টিও বিলি করেন তৃণমূল কর্মীরা৷
advertisement
বীরভূমে পা দিয়ে নিজস্ব কায়দাতেই অনুব্রত বলেন, 'আমি মরি নাই৷ আপনাদের আশীর্বাদে সুস্থ হয়ে ফিরে এসেছি৷ আমি ছিলাম,ভবিষ্যতেও আপনাদের সঙ্গেই থাকব৷' তবে চিকিৎসকরা যে তাঁকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন, সেকথাও অনুগামীদের জানান তিনি৷
advertisement
অনুব্রতর মণ্ডলের বোলপুরের বাড়ির নীচেই তাঁর অফিস৷ সেখানেই দিনভর নানা কাজে ভিড় জমান দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ৷ জানা িগয়েছে, শারীরিক কারণে সিঁড়ি ভাঙতে অসুবিধা হওয়ায় আপাতত বাড়ির একতলাতেই অনুব্রতর থাকার ব্যবস্থা করা হচ্ছে৷ তবে আগামী বুধবার ফের তাঁকে তলব করেছে সিবিআই৷
Indrajit Ruj
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'মরি নাই, আপনাদের সঙ্গেই থাকব', বীরভূমে পা দিয়েই আশ্বাস অনুব্রতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement