Shamik Bhattacharya: বিজেপি দফতরে ফের ছবি বদল, শমীকের নির্দেশে এবার ফিরে এলেন কে? পদ্ম শিবিরে কাটছে না টানাপোড়েন

Last Updated:

ছবি বাদ বিতর্কের মাঝে এবার মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবির পাশে টাঙানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি।

বিজেপি অফিসে ফিরল শুভেন্দুর ছবি৷
বিজেপি অফিসে ফিরল শুভেন্দুর ছবি৷
বিজেপির রাজ্য সভাপতি বদলের সঙ্গে সঙ্গে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে বদল দেখা গিয়েছেল। বিজেপির রাজ্য সদর দফতরে ঢোকার মুখে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরিয়ে সেখানে নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি লাগানো হয়েছে। তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও সরানো হয়েছিল।
গত ৫  জুলাই রাজ্য সভাপতি হওয়ার পরে মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে প্রথম সাংবাদিক সম্মেলন করেন শমীক ভট্টাচার্য। সেদিনই দেখা যায় বিজেপির পুরনো রাজ্য দফতরের সদর দরজায়  কেবল শমীকের ছবি। এতদিন ৬ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি দফতরে প্রবেশ পথের একপাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি। অন্যপাশে ছিল সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি।
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি বাদ দেওয়া নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। বিতর্কের মাঝে শনিবার দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য দফতর মুরলীধর সেন লেনের অফিসের বাইরে শমীক ভট্টাচার্যের ছবির পাশে ফের টাঙানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি । বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতির নির্দেশেই ফের দফতরের সদর দরজায় রাজ্য সভাপতির পাশে লাগানো হয়েছে বিরোধী দলনেতার ছবি । তবে রাজ্য সভাপতি হওয়ার পর থেকে শমীক ভট্টাচার্যের বক্তব্য , ভোট কৌশলের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং আগামীর নির্বাচনের রণকৌশলের যে আড়াআড়ি বিভাজন প্রকাশ্যে এসেছে, ছবি যুক্ত করায় সেই বিতর্কে কতখানি প্রলেপ দেয় সেটাই দেখার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shamik Bhattacharya: বিজেপি দফতরে ফের ছবি বদল, শমীকের নির্দেশে এবার ফিরে এলেন কে? পদ্ম শিবিরে কাটছে না টানাপোড়েন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement