Suvendu Adhikari: ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ,’ সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

Last Updated:

রাজনৈতিক মহলের একাংশ বলছে, বিগত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে মুসলিম সম্প্রদায়ের কাছে বিজেপি ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা৷

নয়াদিল্লি: মোদির স্লোগান ‘সবকা সাথ, সবকা বিকাশ নয়’, বরং তার বদলে স্লোগান উঠুক ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ সাংগঠনিক বৈঠকে এবার সংখ্যালঘু মোর্চা না রাখার পক্ষে জোরাল সওয়াল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সরাসরি অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি রাজ্যের জাতীয়তাবাদী মুসলিম নেতাদের কাছে বিজেপি-কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু, তাঁরা তা দেননি৷
বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু বলেন,  ‘‘আমরা জিতব। হিন্দু বাঁচাব। সংবিধান বাঁচাব। আর বলব…..। আমিও বলেছি, আমিও বলেছিলাম, রাষ্ট্রবাদী মুসলিম৷ আপনারাও বলেছিলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’, কিন্তু, আর বলব না৷ বলব, ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বনধ করো। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’’
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও পরে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধতেই নিজের মন্তব্য ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শুভেন্দু লেখেন, ‘আমার বক্তব্য মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে৷ আমি একটা বিষয়ে স্পষ্ট জানি, যাঁরা জাতীয়তাবাদী, তাঁরা দেশ এবং বাংলার পাশে দাঁড়ান৷ যাঁরা পাশে থাকেন না, তাঁরা দেশ এবং বাংলার বিরুদ্ধে কাজ করেন, আমাদের তাঁদের মুখ সবার সামনে আনা উচিত৷ এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিভাজন করা উচিত নয়৷ সকলকেই ভারতীয় হিসাবে দেখা উচিত৷ আমি প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ মন্তব্যকে আক্ষরিক এবং আত্মিক ভাবে সমর্থন করি’৷
advertisement
advertisement
রাজনৈতিক মহলের একাংশ বলছে, বিগত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে মুসলিম সম্প্রদায়ের কাছে বিজেপি ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা৷ বলেছিলেন, ‘‘আমি বাংলার মুসলিম সম্প্রদায়কে বলতে চাই, আপনাদের ৯৫ শতাংশ ভোট পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে মুখ্যমন্ত্রী হয়েছেন৷ একমাত্র যাঁরা মুসলিম নন, তাঁরা বিজেপিকে ভোট দিয়েছিল৷’’
তিনি বলেন, ‘‘আমি মুসলিমদের আবেদন জানিয়েছিলাম, ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে এবং আমাদের সমর্থনে পথে নামুন৷ প্রধানমন্ত্রীর জনমুখী প্রকল্প সকলের জন্য৷ উত্তরপ্রদেশ, অসমে (বিজেপি শাসিত রাজ্য) দেখুন কেমন আছেন৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ,’ সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement