Viral Video: চাকরি চাইতে এসে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি! চারদিকে থিক থিক করছে কালো মাথা...৬০০ চাকরির জন্য ২৫ হাজার লোক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগেই চাকরিপ্রার্থীদের ভিড়ে রেলিং ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছিল৷ ভাইরাল হয়েছিল ভিডিও৷ এদিন মুম্বইয়ের এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের ঘটনার ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই৷
মুম্বই: শূন্যপদের সংখ্যা ৬০০৷ আর সেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে হাজির হয়েছেন ২৫ হাজার চাকরিপ্রার্থী৷ অবস্থা এমনই যে, যে কোনও মুহূর্তে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে৷ চাকরিপ্রার্থীদের এমনই ভয়াবহ ভিড়ের ভিডিও এবার এল সামনে৷
রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কর্মীদের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়ার তরফে৷ চাকরিপ্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউতে ডাকা হয়েছিল৷ কিন্তু, দেখা যায় চাকরির জন্য হাজির হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হওয়ায় তাঁদের প্রত্যেককে বায়োডেটা জমা দিয়ে চলে যেতে বলা হয়৷
আরও পড়ুন: চার বিধায়কের শপথ! বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে, তারপর…
কিছুদিন আগেই চাকরিপ্রার্থীদের ভিড়ে রেলিং ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছিল৷ ভাইরাল হয়েছিল ভিডিও৷ এদিন মুম্বইয়ের এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের ঘটনার ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই৷
advertisement
advertisement
মুম্বই কালিনা এলাকার ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে শুধু কালো কালো মাথা৷ জনপ্লাবন৷ ওয়াক ইন ইন্টারভিউয়ের জায়গায় এত ভিড় হয়েছে যে, আশপাশের এলাকার যাতায়াত ব্যবস্থা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে৷
मुंबई के बारे में कहा जाता है कि यहां से कोई खाली हाथ नहीं जाता, यहां सबको अपना गुज़ारा करने के लिए कुछ न कुछ मिल जाता है। लेकिन आर्थिक राजधानी मुंबई में बेरोज़गारी का ये हाल देखिए।
ये मुंबई एयरपोर्ट के बाहर के दृश्य हैं। एयरपोर्ट पर लोडर के ६०० पदों के लिए २५००० से ज्यादा… pic.twitter.com/GoZwdlyi1g
— Prof. Varsha Eknath Gaikwad (@VarshaEGaikwad) July 16, 2024
advertisement
এক চাকরিপ্রার্থীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুম্বই উত্তর কেন্দ্রের সাংসদ বর্ষা গায়কোয়াড় বেকারত্ব নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জোরাল সমালোচনা করেছেন৷ দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে রাজ্য ও কেন্দ্র উভয়ের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
আরও পড়ুন: ট্রাম্পের নিরাপত্তায় ওই ছাদে কোনও স্নাইপার শ্যুটার রাখা হয়নি কেন? সিক্রেট সার্ভিস চিফের উত্তরে দানা বাঁধছে সন্দেহ
“ফাঁকা প্রতিশ্রুতি এবং মিথ্যা পরিসংখ্যান নয় বর্তমান যুবসমাজের প্রয়োজন কর্মসংস্থান। এই সরকার কবে দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবে?’’, বলেছেন গায়কোয়াড়৷
advertisement
এদিকে, মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেছেন যে মুষ্টিমেয় চাকরির জন্য একটি বিশাল ভিড় দেশের বেকারত্ব পরিস্থিতির তীব্রতাকে চিত্রিত করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
July 17, 2024 2:25 PM IST