Attempted assassination of Donald Trump: ট্রাম্পের নিরাপত্তায় ওই ছাদে কোনও স্নাইপার শ্যুটার রাখা হয়নি কেন? সিক্রেট সার্ভিস চিফের উত্তরে দানা বাঁধছে সন্দেহ

Last Updated:

প্রশ্ন উঠছে, প্রাক্তন রাষ্ট্রপতি যেখানে বক্তৃতা দিচ্ছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থায় এমন ফাঁক কেন? কেন আশপাশের বাড়ির ছাদে কোনও এজেন্ট মোতায়েন রাখা হয়নি? এই প্রশ্নের উদ্ভট ব্যাখ্যা দিয়েছেন ইউএস সিক্রেট সার্ভিসের ডিরেক্টর। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

আমেরিকা: সম্প্রতি ভরা জনসভায় গুলি করে খুনের চেষ্টা করা হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আমেরিকায়।
প্রশ্ন উঠছে, প্রাক্তন রাষ্ট্রপতি যেখানে বক্তৃতা দিচ্ছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থায় এমন ফাঁক কেন? কেন আশপাশের বাড়ির ছাদে কোনও এজেন্ট মোতায়েন রাখা হয়নি? এই প্রশ্নের উদ্ভট ব্যাখ্যা দিয়েছেন ইউএস সিক্রেট সার্ভিসের ডিরেক্টর। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
আমেরিকার বর্তমান এবং প্রাক্তন রাষ্ট্রপতিদের সর্বক্ষণের নিরাপত্তা দেয় ইউএস সিকিউরিটি এজেন্সি। ট্রাম্পের ঘটনার পর নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে ডিরেক্টর কিম্বার্লি চিটলের পদত্যাগের দাবি তুলেছেন আমেরিকাবাসীদের একাংশ। এর মধ্যেই কিম্বার্লি জানিয়েছেন, পেনসিলভেনিয়াতে ট্রাম্পের সমাবেশে নিরাপত্তার জন্য কাছাকাছি একটি গুদামের ছাদে এজেন্ট রাখার কথা ভাবা হয়েছিল। কিন্তু ওখানে ঝুঁকি ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! তাহলে বাতিল বাঙালিরাও, কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে তুমুল জল্পনা
রবিবার একটি বাড়ির ছাদ থেকেই ট্রাম্পকে গুলি করে টমাস ম্যাথিউ ক্রুকস নামের এক যুবক। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট প্রাণে বাঁচলেও সমাবেশে উপস্থিত এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়।
advertisement
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কিম্বার্লি বলেন, গুদামের ছাদ ঢালু ছিল। সেখানে কাউকে রাখাটা বিপজ্জনক। পরিবর্তে সিক্রেট সার্ভিস ভিতর থেকে বিল্ডিং সুরক্ষিত করে। এই জন্যই কোনও এজেন্টকে ছাদে রাখা হয়নি।
নিরাপত্তার ফাঁক গলেই ছাদে উঠে যায় ক্রুকস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা এআর স্টাইলের রাইফেল নিয়ে ক্রুকসকে ছাদে উঠতে দেখেছেন। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা সময়মতো ব্যবস্থা নিতে পারেনি। ঘটনায় ইউএস সিক্রেট সার্ভিসের ব্যর্থতার কথা মেনে নিয়েছেন কিম্বার্লি। তিনি বলেছেন, “এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তবে আমি কথা দিচ্ছি, দ্বিতীয়বার আর এমনটা হবে না।’’
advertisement
আরও পড়ুন: চার বিধায়কের শপথ! বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে, তারপর…
প্রাক্তন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং বর্তমানে রেডিও হোস্ট ড্যান বোঙ্গিনো বলেছেন, “নিজস্ব সূত্র থেকে আমার কাছে খবর এসেছে, যেখান থেকে টমাস ক্রুকস গুলি চালায় সেই বাড়ির ছাদে একজনের থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দেখা যায়নি।’’
advertisement
এখানেই না থেমে তিনি যোগ করেন, “ওই ছাদে সম্ভবত কোনও পুলিশ কর্মীর থাকা ছিল। ওরা এখন ঢালু ছাদের কথা বলছে, কিন্তু এসব অজুহাত। কেন ওখানে কোনও এজেন্ট ছিল না সেটা বোঝা যাচ্ছে না।’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Attempted assassination of Donald Trump: ট্রাম্পের নিরাপত্তায় ওই ছাদে কোনও স্নাইপার শ্যুটার রাখা হয়নি কেন? সিক্রেট সার্ভিস চিফের উত্তরে দানা বাঁধছে সন্দেহ
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement