Karnataka New Job Rule: বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! তাহলে বাতিল বাঙালিরাও, কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে তুমুল জল্পনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই সে রাজ্যের টেকনোলজিক্যাল হাবকে প্রভাবিত না করে৷
বেঙ্গালুরু: কর্ণাটকে কি বন্ধ হতে চলেছে ভিনরাজ্যের বাসিন্দাদের জন্য চাকরির দরজা৷ সম্প্রতি সে রাজ্যের একটি আসন্ন বিল ঘোষণা ঘিরে সেরকমই আশঙ্কা তৈরি হয়েছে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের বেসরকারি সেক্টরে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে তাঁর সরকার৷
সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই সে রাজ্যের টেকনোলজিক্যাল হাবকে প্রভাবিত না করে৷
এর পরেই অবশ্য গোটা বিষয়টি বিশদে ব্যাখ্যা করেছেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকবাসীর জন্য চাকরির আরও সুযোগ তৈরি করার চেষ্টা করছে তাঁর সরকার৷ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেসরকারি ক্ষেত্রে সি এবং ডি গ্রেড পদের জন্য কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ আনছে তাঁর সরকার৷
advertisement
advertisement
This bill should be junked. It is discriminatory, regressive and against the constitution @Jairam_Ramesh is govt to certify who we are? This is a fascist bill as in Animal Farm, unbelievable that @INCIndia can come up with a bill like this- a govt officer will sit on recruitment… https://t.co/GiWq42ArEu
— Mohandas Pai (@TVMohandasPai) July 17, 2024
advertisement
আরও পড়ুন: চার বিধায়কের শপথ! বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে, তারপর…
সে রাজ্যের আইন বিভাগ সূত্র অনুসারে, ‘শিল্প, কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্ণাটকবাসীর জন্য রাজ্য নিয়োগ বিল ২০২৪ আনা হচ্ছে’৷ বৃহস্পতিবার ১৮ জুলাই বিধানসভায় তা পেশ করা হবে৷
As a tech hub we need skilled talent and whilst the aim is to provide jobs for locals we must not affect our leading position in technology by this move. There must be caveats that exempt highly skilled recruitment from this policy. @siddaramaiah @DKShivakumar @PriyankKharge https://t.co/itYWdHcMWw
— Kiran Mazumdar-Shaw (@kiranshaw) July 17, 2024
advertisement
বায়োকনের একজিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার যদিও জানিয়েছেন, টেক হাব হিসাবে আমাদের কার্যক্ষমতা এবং যোগ্যতা বিষয়ে কম্প্রোমাইজ করা উচিত নয়৷
ইনফোসিসের প্রাক্তন এগজিকিউটিভ মোহানদাস পাই জানিয়েছেন, এই বিল অবিলম্বে বাতিল করা উচিত৷ এটি বৈষম্যমূলক, প্রাচীনপন্থী এবং সংবিধান বিরোধী৷
advertisement
যদিও বেসরকারি সংস্থায় কর্ণাটকবাসীর সংরক্ষণ বাধ্যতামূলক করা সংক্রান্ত বিল নিয়ে বিতর্কের মাঝেই পরিস্থিতি সামলাতে আসরে নামতে বাধ্য হয়েছে কর্ণাটক সরকার৷ কর্ণাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্কা খাড়্গে বলেছেন, ‘‘প্যানিক করার কোনও দরকার নেই৷ সরকার এ নিয়ে বিস্তারিত আবোচনা করবে৷ সকলের সঙ্গে কথা বলার পরেই সর্বসম্মত ভাবে একটি সিদ্ধান্তে আসা হবে৷’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে শিল্পপতি এবং আইটি জায়েন্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷
advertisement
বিতর্কের জেরে অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত পোস্ট ডিলিট করে দেন সিদ্দারামাইয়া৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Karnataka
First Published :
July 17, 2024 12:20 PM IST