বাগুইআটির ঘটনায় মৃত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ সুকান্ত মজুমদারকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তৃণমূলকে গুন্ডাবাহিনী বলে আক্রমণ বিজেপির।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- বাগুইআটিতে 'বাধা' পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সুকান্ত মজুমদার।
মঙ্গলবার রাতে বাগুইআটি পৌঁছন সুকান্ত মজুমদার। সেখানে পৌঁছে তিনি কোন পরিস্থিতির সম্মুখীন হলেন তা নিজের ফেসবুকে উল্লেখ করে বলেন, ‘‘বাগুইআটির জগৎপুরে অপদার্থ পুলিশের নিষ্ক্রিয়তায় অপহৃত দশম শ্রেণীর দুই ছাত্রের জীবন চলে যায়। আজ তাঁদের পরিবারের সাথে দেখা করতে গেলে নির্লজ্জ তৃণমূলের একদল গুন্ডা বাহিনী আমাকে বাধা দেয়। এই অপদার্থ তৃণমূল সরকার, যাদের কাছে সাধারণ মানুষের জীবনের কোন মূল্য নেই। এদের পতন নিশ্চিত। পশ্চিমবঙ্গের জনগণ এর হিসাব নেবে।’’ ঠিক এই ভাষাতেই ফেসবুকে সরব হন বিজেপির রাজ্য সভাপতি।
advertisement
advertisement
প্রসঙ্গত, অপহরণের পর মুক্তিপণ চেয়ে মেসেজ। ১৪ দিনের মাথায় উদ্ধার বাগুইআটির অপহৃত দুই ছাত্রের দেহ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাপক ভাঙচুর করা হয় মূল অভিযুক্তের বাড়িতে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় চারজনকে। কী কীরণে খুন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাগুইআটির জগতপুর খালধারের দুই বাড়ির দুই বন্ধু ৷
advertisement

মাধ্যমিকের পড়ুয়া তারা ৷ কিন্তু গত ২২ অগাস্ট থেকেই যেন সব পাল্টে যায় ৷ হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যায় দুই ছেলে ৷ তাদের শত খুঁজেও পাননি পরিবারের লোকেরা ৷ তারপর হঠাৎই ফোন আসে, সেখানে মুক্তিপণের চাওয়া হয় ৷
advertisement
অপহৃত দুই ছাত্রের পরিবারের লোকেরা অথৈ জলে পড়েন ৷ মুক্তিপণের ১ কোটি টাকা কোথা থেকে দেবেন তাঁরা, এই ভাবনা চলতে থাকে, খবর দেন পুলিশেও ৷ অবশেষে মৃত দেহের সন্ধান। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায়। পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার। এরই মাঝে ঘটনায় লাগে রাজনীতির রং। ঘটনার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও তাঁর দলের কর্মী সমর্থক-সহ অন্যান্য নেতৃত্বরা। আর এরপরই তাঁকে দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বাধা দেয় শাসকদল বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। নিজের সোশ্যাল মিডিয়াতেও এ ব্যাপারে তৃণমূলকে একহাত নেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 9:03 AM IST