Subrata Mukherjee: বিপদমুক্ত নন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! আজ বসছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড...

Last Updated:

Subrata Mukherjee: প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়কে দ্রুত সুস্থ করে তোলায় আশাবাদী চিকিৎসকেরা। হাসপাতালে উপস্থিত রয়েছেন মন্ত্রীপত্নী ছন্দবাণী মুখোপাধ্যায়।

ফের হার্ট অ্যাটাক সুব্রত মুখোপাধ্যায়ের
ফের হার্ট অ্যাটাক সুব্রত মুখোপাধ্যায়ের
#কলকাতা: গুরুতর অসুস্থ অবস্থায় গতকালই হাসপাতালে (SSKM) ভর্তি করা হয় পঞ্চায়েতমন্ত্রী (West Bengal Minister) সুব্রত মুখোপাধ্যায়কে(Subrata Mukherjee)। উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) ভর্তি করা হয় তাঁকে। তবে আজ কিছুটা উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। তবে এখনও বিপদমুক্ত নন প্রবীণ রাজীনীতিবিদ। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) আইসিইউ-তে ভর্তি করা হয় বলে খবর।
হাসপাতাল(SSKM Hospital) সূত্রে জানা গিয়েছে রাতে ভাল ঘুম হয়েছে মন্ত্রীর(Subrata Mukherjee)। সকালের খাবার খেয়েছেন তিনি। শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হাওয়ায় সুব্রত বাবুর বাই প্যপ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে এখনও অক্সিজেন লাগছে। প্রয়োজনে মাঝেমধ্যে বাই প্যপ সাপোর্ট দেওয়া হতে পারে।
advertisement
advertisement
সুব্রত মুখোপাধ্যায়ের(West Bengal Minister) শারীরিক অবস্থার ওপর নজর রাখতে গঠিত হয়েছে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড(SSKM Hospital)। আজ দুপুরে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে পরবর্তী চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় বেশ কিছুদিন যাবৎ ভুগছেন পঞ্চায়েতমন্ত্রী। সঙ্গে রয়েছে হার্টের সমস্যা। তাই এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন চিকিৎসকেরা(SSKM Hospital)। মন্ত্রীকে(West Bengal Minister) দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে আশাবাদী চিকিৎসকেরা। হাসপাতালে উপস্থিত রয়েছেন মন্ত্রীপত্নী ছন্দবাণী মুখোপাধ্যায়।
advertisement
সূত্রের খবর, উত্তরবঙ্গ সফর থেকেই সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও। কেমন আছেন প্রবীণ নেতা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন দলের অন্যান্য প্রথম সারির নেতা মন্ত্রীরাও।
advertisement
উল্লেখ্য, বছর ৭৫-এর সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে বহুদিন ধরে। ফলে রুটিন চেকআপ করানো হয় তাঁর। সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যা রয়েছে। তাঁর মতো চিকিৎসা চলছে। প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা। সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন রাজ্যের মন্ত্রী।
advertisement
অভিজিৎ চন্দ্র
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subrata Mukherjee: বিপদমুক্ত নন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! আজ বসছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড...
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement