Subrata Mukherjee Passed Away: ‘‘আমার একজন দামী খরিদ্দার চলে গেল’’- চাওয়ালা

Last Updated:

Subrata Mukherjee Passed Away: কিছু জিনিস যেন দৈবাৎ মিলে যায়। চিঠি প্রতিদিনই আসে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে মারা গেলেন সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার কোন অজানা কারণে সুব্রতবাবুর নামে ,কোন চিঠি নেই বালিগঞ্জ পোস্ট অফিসে।

Subrata Mukherjee passed away
Subrata Mukherjee passed away
#কলকাতা: সুব্রত মুখোপাধ্যায় নেই (Subrata Mukherjee Passed away)৷  ফুটপাতে পাঁচিলের ধারে একটি চায়ের দোকান।চায়ের দোকানদার সুব্রত খাঁড়া(৬২)।তিনি ভর দুপুরবেলা খরিদ্দারদের চা দিচ্ছেন।বারবার মোবাইলটার দিকে তাকিয়ে সময় দেখছেন। দোকানে খরিদ্দার, তবুও ইতঃস্তত। দু চোখের কোণে জল। বারবার গামছা দিয়ে চোখ মুছছেন।আর ধরা গলায় চায়ের দাম কত কিংবা কি চা খাবেন সেটা জিজ্ঞেস করছেন।  এই দোকানদার  আর কেউ নয়,সুব্রত মুখোপাধ্যায়ের আবাসনের পাশে,রাস্তার ওপর চায়ের দোকানদার। তৃণমূলের (TMC) পঞ্চায়েত মন্ত্রী এদিন সাধারণ মানুষের একেবারে কাছের মানুষ হয়ে গিয়েছিলেন৷
চায়ের দোকানদার সুব্রত খাঁড়া বারবার বলছিল, ‘'আমার দোকানের ঠিক বিপরীতে রাস্তার ওপর, প্রায়ই বাড়ি থেকে বেরোনোর সময় সুব্রত বাবু গাড়ি দাঁড় করাতেন। গাড়ি থেকে ওনার সিকিউরিটি নেমে এসে আমার কাছ থেকে চা নিয়ে যেতেন।সেই সময় চা দিতে গিয়ে প্রতিদিন আমার হাত-পা কাঁপত।যদি কিছু বলেন! যদি কোন সময় আমি দোকান না খুলতাম তাহলে ওঁর নিরাপত্তারক্ষী থেকে আরম্ভ করে বাড়ির কাজের লোকদের জিজ্ঞাসা করতেন,আমি দোকান খুলিনি কেন? উনি যে আমার কথা জিজ্ঞাসা করতেন,তাতেই আমার গর্বে বুক ভরে যেত।'’
advertisement
এই বলতে বলতে কেঁদে ফেললেন।  ওই চায়ের দোকানে বসে ছিলেন প্রদীপ সাহা নামে এক ভদ্রলোক।তিনি বালিগঞ্জ পোস্ট অফিসের পিওন। তিনি প্রতিদিন সুব্রত মুখোপাধ্যায় বাড়িতে আসতেন। তিনি বললেন '‘প্রতিদিনই একটা না একটা চিঠি সুব্রত মুখোপাধ্যায়ের নামে আসত। বুধবার সুব্রত মুখোপাধ্যায় মৃত্যু হয়েছে। আজ সকালবেলা চিঠি বাছতে গিয়ে দেখলাম, সুব্রত বাবুর নামে একটাও চিঠি নেই। ওই বিল্ডিংয়ে আরও অনেকের নামে চিঠি রয়েছে আজ।'’
advertisement
advertisement
প্রদীপবাবু বলছিলেন,শেষদিনেও যদি একটি চিঠি ওঁর বাড়িতে নিয়ে আসতে পারতেন,তাহলে ওঁর জীবনে এই দিনটি নাকি স্মরণীয় হয়ে থাকত।  এ যেন কাকতালীয় ব্যাপার। তিনি নেই বলে তার চিঠি আশাও বন্ধ হয়ে গেল।সুব্রত খাঁড়া যেরকম বলছিলেন, ‘‘আমার একজন দামি খরিদ্দার চলে গেল।'’ আসলে না ফেরার দেশে চলে যাওয়া সুব্রত মুখোপাধ্যায়কে শেষবারের জন্য দেখার ইচ্ছে নিয়ে অগণিত মানুষ দাঁড়িয়ে ছিল। তার মধ্যেও চা ওয়ালা বারেবারে খুঁজে বেড়াচ্ছিল পুরানো সেই খরিদ্দারের হালকা হাসি এবং ধন্যবাদ জানানোর মুখটাকে।
advertisement
SHANKU SANTRA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subrata Mukherjee Passed Away: ‘‘আমার একজন দামী খরিদ্দার চলে গেল’’- চাওয়ালা
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement