Moon Moon Sen on Subrata Mukherjee Demise: মন খারাপ, সুব্রতকে নিয়ে কিছু বলতে পারলেন না ছোটপর্দায় তাঁর নায়িকা মুনমুন

Last Updated:

যে সিরিয়ালে সুব্রতর উল্টোদিকে অভিনয় করেছিলেন মুনমুন সেন৷ সুব্রতর বিপরীতে থাকা নায়িকা মুনমুন সেন অবশ্য চুপ (Moon Moon Sen Reaction on Subrata Mukherjee Demise)।

সুব্রত মুখোপাধ্যায় (১৯৪৬-২০২১)
সুব্রত মুখোপাধ্যায় (১৯৪৬-২০২১)
#কলকাতা: শুধুই কি বর্ষীয়ান রাজনীতিবিদ? শুধুই কি কলকাতার সফল মেয়র? রাজ্যের দক্ষ পঞ্চায়েত মন্ত্রী। তার বাইরেও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) রাজ্যের অন্যতম বর্ণময় রাজনীতিবিদ ছিলেন। আর তাঁর এই 'বর্ণময়' জীবন নিয়ে আলোচনায় উঠে আসছে এক অন্য সুব্রত মুখোপাধ্যায়ের কথা। যে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Actor) বাঙালির অন্দর মহলে ঢুকে পড়েছিলেন সিরিয়ালের নায়ক হয়ে৷
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের (Subrata Mukherjee Demise) পরে বারবার ঘুরে ফিরে আসছে সেই ধারাবাহিক 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'-এর নাম। যে সিরিয়ালে সুব্রতর উল্টোদিকে অভিনয় করেছিলেন মুনমুন সেন৷ সুব্রতর বিপরীতে থাকা নায়িকা মুনমুন সেন অবশ্য চুপ (Moon Moon Sen Reaction on Subrata Mukherjee Demise)। ফোনের অন্য প্রান্ত থেকে শুধু বলেছেন, "মনটা খুব খারাপ। কিছু বলার অবস্থায় নেই।" গলায় বন্ধু হারানোর যন্ত্রণা৷
advertisement
advertisement
কিছুদিনে আগেই নব্বই দশকের সেই বিখ্যাত সিরিয়াল নিয়ে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় উস্কে দিয়েছিলেন নায়ক সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি।
সংকটজনক সুব্রত মুখোপাধ্যায়- এই শব্দ বন্ধ নিয়ে যখন জোর আলোচনা চলছে, কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তখন হাজির ছিলেন সুদীপা। তখনও জানা যায়নি। তার কিছু ক্ষণের মধ্যেই সুব্রত মুখোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা করতে গেলে সদ্য প্রয়াত শব্দের ব্যবহার করতে হবে। রাজনীতির ময়দানে সুব্রত মুখোপাধ্যায় ছিলেন দুঁদে নেতা। তাঁর রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে বেশিরভাগ মানুষই অবগত। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় যে ধারাবাহিকেও অভিনয় করেছেন সে কথা কি সকলে জানতেন? যাঁরা জানতেন তাঁরা আজ সকলেই সেই স্মৃতি রোমন্থন করতে ব্যস্ত।
advertisement
সুব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন আবার মুনমুন সেন। সুব্রতবাবুর সেই সময়ের সেলুলয়েড জার্নির কথা আরও একবার উঠে এসেছিল সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক ওয়ালে। ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন সুদীপা, সেই ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং সুদীপা নিজে। সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সুদীপা। জিজ্ঞাসা করেছিলেন, “এঁদের মধ্যে সবচেয়ে আগে টেলিভিশনের জন্য ‘হিরো হিসাবে শ্যুটিং করেছেন কোনজন? কোন সিরিয়ালে? বলতে পারবেন? ভালো করে ছবি দেখে, একটু ভেবে উত্তর দিন।'
advertisement
উত্তর দিয়ে দিয়েছিলেন নেট নাগরিকরা, সুদীপার কমেন্ট বক্সে। দূরদর্শনে মুনমুন সেনের বিপরীতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সুব্রতবাবু। ধারাবাহিকের নাম ছিল 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'। স্মৃতি হাতড়ে সুদীপার কমেন্ট বক্সে এক নেট নাগরিক লিখেছিলেন, “টালিগঞ্জ গল্ফ ক্লাবের সুইমিংপুলে শুটিং হয়েছিল৷ আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকার এবং সুব্রতদা সেদিন সবাই কে বিরিয়ানি খাইয়ে ছিলেন।”য
advertisement
দিও ১৪টি পর্বের পরেই সেই ধারাবাহিক সম্প্রচার বন্ধ হয়ে যায়। দাবি করা হয়েছিল, মূল ভাবনাকে সরে গিয়ে নাকি অন্যভাবে ধারাবাহিকটিকে দেখানো হচ্ছে। সেই ধারাবাহিকের পরিচালক এবং প্রযোজক ছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়, যিনি সম্পর্কে সুদীপার স্বামীও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Moon Moon Sen on Subrata Mukherjee Demise: মন খারাপ, সুব্রতকে নিয়ে কিছু বলতে পারলেন না ছোটপর্দায় তাঁর নায়িকা মুনমুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement