Subrata Mukherjee as Mayor of Kolkata: প্রশংসা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যও, মেয়র হিসেবে মাত্র পাঁচ বছরেই নিজেকে প্রমাণ করেন সুব্রত

Last Updated:

অনেকেই স্বীকার করেন, মেয়র হিসেবে মাত্র পাঁচ বছর দায়িত্বে থেকেই কলকাতার ভোল বদলে দিয়েছিলেন সুব্রত (Subrata Mukherjee as Mayor of Kolkata)৷

কলকাতার মেয়র হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷
কলকাতার মেয়র হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷
#কলকাতা: বিরোধী পক্ষ হোক বা শাসক দল৷ রাজ্য রাজনীতিতে সুব্রত মুখোপাধ্যায়কে উপেক্ষা করা অসম্ভব ছিল (Subrata Mukherjee)৷ প্রথম বার কলকাতার মেয়র হয়ে তা আরও বেশি করে বুঝিয়ে দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ এমন কি, সুব্রতর প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও (Subrata Mukherjee as Mayor of Kolkata)৷
অনেকেই স্বীকার করেন, মেয়র হিসেবে মাত্র পাঁচ বছর দায়িত্বে থেকেই কলকাতার ভোল বদলে দিয়েছিলেন সুব্রত৷ শুধু কলকাতার চেহারা নয়, কলকাতা পুরসভার অন্দরেও কর্মসংস্কৃতিতে বদল এনেছিলেন তিনি৷
advertisement
কলকাতার মেয়র হিসেবে নিজের কর্মদক্ষতার সম্ভবত সবথেকে বড় সার্টিফিকেটটা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেই পেয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল লেক গার্ডেন্স উড়ালপুুলের নির্মাণকাজ৷ সেই সময় নিজে উদ্যোগী হয়ে সেই সমস্যা মিটিয়ে দিয়েছিলেন সুূব্রত মুখোপাধ্যায়৷ উড়ালপুলের উদ্বোধনে গিয়ে সুব্রতর প্রশংসা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ স্বীকার করে নিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যা পারেননি, তা করে দেখিয়েছেন সুব্রত৷
advertisement
মেয়র হিসেবে ইএম বাইপাসে প্রায় কুড়ি কোটি টাকা ব্যয়ে কলকাতা গেট তৈরির পরিকল্পনা করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ যদিও পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধের কারণে সেই প্রকল্প শেষ পর্যন্ত আর এগোয়নি৷
মেয়র হিসেবে মাত্র পাঁচ বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ প্রশাসক হিসেবে তিনি কতটা দক্ষ, ওই সময়ের মধ্যেই তা দেখিয়ে দিয়েছিলেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ৷ পরবর্তী সময়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হিসেবেও সেই ছাপ রেখেছেন সুব্রত মুখোপাধ্যায়৷
advertisement
তবে শুধু বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে প্রশংসা কু়ড়নোই নয়, প্রয়াত জ্যোতি বসুরও অত্যন্ত স্নেভাজন ছিলেন সুব্রত৷ ব্যক্তিগত পরিসরে নিজেও একাধিক বার সেকথা স্বীকার করেছেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subrata Mukherjee as Mayor of Kolkata: প্রশংসা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যও, মেয়র হিসেবে মাত্র পাঁচ বছরেই নিজেকে প্রমাণ করেন সুব্রত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement