Panchayat Election 2023: রাজ্যের কোন কোন বুথ স্পর্শকাতর? কোন অঞ্চল স্পর্শকাতর? তথ্য চাইল রাজ্য নির্বাচন কমিশন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Panchayat Election 2023: হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বললেও, রাজ্যকে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।
কলকাতাঃ হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের কোন কোন বুথ স্পর্শকাতর, কোন কোন অঞ্চল স্পর্শকাতর? রাজ্যের থেকে তথ্য চাইল রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বললেও, রাজ্যকে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।
পাশাপাশি, জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে রাজ্যের থেকে এই স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কোন কোন স্পর্শকাতর অঞ্চলের কোন কোন বুথে, রাজ্য নিরাপত্তা বেশি দেওয়া প্রয়োজন বলে মনে করছে, তারও তালিকা পৃথকভাবে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশের পর স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে নির্বাচন কমিশনার বলে সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুনঃ ২০ দিনের মধ্যেই ফের বন্ধন এক্সপ্রেসে আগুন! চিৎকার, হাহাকার গোবরডাঙ্গা স্টেশনে
আদালতের তরফ থেকে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা নিয়ে আলোচনা করে নির্দিষ্ট করবে কমিশন৷ আর সেই সিদ্ধান্ত নিয়েই ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এই নির্দেশ দিয়েছে আদালত৷ এ ছাড়াও পুলিশের উর্দি পরে ভোটে কাজ করছে সিভিক ভলেন্টিয়ার, একাধিক ক্ষেত্রে এই অভিযোগ আসার পরে আদালতে মামলা হয়৷ আর আদালতে সেই মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে আইডেন্টিটি কার্ড রাখতে হবে৷ তাঁদের আলাদা আলাদা পরিচয় রাখতে হবে৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 9:59 PM IST