Bandhan Express Fire: ২০ দিনের মধ্যেই ফের বন্ধন এক্সপ্রেসে আগুন! চিৎকার, হাহাকার গোবরডাঙ্গা স্টেশনে

Last Updated:

Bandhan Express Fire: ঠিক ১৯ দিনের মাথায় ফের আগুন বন্ধন এক্সপ্রেসে। বাংলাদেশের খুলনা থেকে কলকাতা আসার পথে বনগাঁ পেরিয়ে ট্রেন যখন গোবরডাঙ্গা স্টেশনে ঢুকছে, সেই সময় শেষ কামরার চাকার ব্রেক শুতে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়।

বন্ধন এক্সপ্রেসে আগুন
বন্ধন এক্সপ্রেসে আগুন
বারাসত: ১৯ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা থেকে কলকাতা আসার পথে বনগাঁ পেরিয়ে ট্রেন যখন গোবরডাঙ্গা স্টেশনে ঢুকছে, সেই সময় শেষ কামরার চাকার ব্রেক শুতে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কোনওরকমে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ট্রেন ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
উল্লেখ্য, মে মাসের ২৮ তারিখে একইভাবে হাবড়া স্টেশনে ঢোকার মুখে বন্ধন এক্সপ্রেস আগুন দেখা গিয়েছিল। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্টেশন চত্বরে। যদিও রেলের তরফ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুনঃ কেষ্টহীন বীরভূমে একেবারে অন্য প্রার্থী তালিকা! বাদ পড়লেন কে কে? জুড়ল কার নাম?
যাত্রীরা সকলেই সুরক্ষিত? বার বার আগুন লাগায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে আন্তর্জাতিক মানের এই ট্রেনে কেন বারংবার আগুন লাগার ঘটনা ঘটছে, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
ভারত বাংলাদেশের যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বন্ধন এক্সপ্রেস। সেক্ষেত্রে মাত্র কিছুদিনের ব্যবধানে এ ভাবে ট্রেনের চাকায় আগুন লেগে যাওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। আন্তর্জাতিক মানের ট্রেন চলাচল করলেও শিয়ালদহ-বনগাঁ শাখার কোনও স্টেশনেই তেমনভাবে অগ্নিনির্বাপন ব্যবস্থার নেই বললেই চলে। সে ক্ষেত্রে বড় কোনও দুর্ঘটনা ঘটলে প্রাণাহানির আশঙ্কাও  বেড়ে যাবে বলে অনুমান করছেন যাত্রীরা।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ঘটেছে বহু প্রাণহানি, আহত হয়েছেন বহু মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের ঘটনা রেলের গাফিলতিকেই সামনে নিয়ে আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bandhan Express Fire: ২০ দিনের মধ্যেই ফের বন্ধন এক্সপ্রেসে আগুন! চিৎকার, হাহাকার গোবরডাঙ্গা স্টেশনে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement