Panchayat Election 2023: কেষ্টহীন বীরভূমে একেবারে অন্য প্রার্থী তালিকা! বাদ পড়লেন কে কে? জুড়ল কার নাম?

Last Updated:

Panchayat Election 2023: তৃণমূলের জেলা প্রার্থী তালিকায় নাম বাদ পড়েছে একাধিক পদাধিকারীর। দেখে নেওয়া যাক কার কার নাম বাদ পড়েছে...

দেখে নেওয়া যাক জেলা পরিষদের আসন থেকে কার কার নাম বাদ পড়ল
দেখে নেওয়া যাক জেলা পরিষদের আসন থেকে কার কার নাম বাদ পড়ল
বীরভূম: তৃণমূলের জেলা প্রার্থী তালিকায় নাম বাদ পড়েছে একাধিক পদাধিকারীর। দেখে নেওয়া যাক কার কার নাম বাদ পড়ল…
*বিদায়ী সহকারী সভাধিপতিঃ নন্দেশ্বর মণ্ডল
*বিদায়ী পূর্ত্ত কর্মাধ্যক্ষঃ কেরিম খান
advertisement
*বিদায়ী পরিষদের মেন্টর পরে কো-মেন্টরঃ ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় (যদিও তাঁকে পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী করা হয়েছে)
*বিদায়ী বিদ্যুত কর্মাধ্যক্ষঃ আসগর আলি
advertisement
*বিদায়ী শিশু ও নারী কর্মাধ্যক্ষঃ জয়নাব বিবি
*বিদায়ী প্রাণি ও মৎস্য কর্মাধ্যক্ষঃ অরুণ সাহা
*বিদায়ী জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষঃ প্রসেনজিৎ সাহা
উপরোক্ত সকলেই গত পঞ্চায়েতে পদাধিকারী ছিলেন। কিন্তু এ বার তাঁদের নাম বাদ পড়েছে জেলা পরিষদের প্রার্থী তালিকা থেকে। বাকি সকল প্রার্থীরা হয় নতুন মুখ কিম্বা গত পঞ্চায়েতে তাঁদের কোনও পদ ছিল না। সেই সমস্ত পুরোনো মুখকে আবারও নতুন করে আনা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কোটি কোটি টাকা দাম, বারাসত থেকে উদ্ধার নিষিদ্ধ ‘এই’ দ্রব্য! ছবি না দেখলে বড় মিস করবেন
প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদে ছিল ৪২ আসন। এ বার বেড়ে তা দাঁড়িয়েছে ৫২। গত বছর বিনা প্রতিদ্বন্ধীতায় জেলা পরিষদের সব প্রার্থী জয়ী হয়েছিলেন। এ বার মনোনয়ন পর্ব চলছে। বিদায়ী সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সিউড়ি নয়, ইলামবাজার থেকে প্রার্থী হচ্ছেন।
advertisement
এ ছাড়া দলের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে কোর কমিটির সদস্য নানুর থেকে কাজল শেখ, সিউড়ি দুই ব্লকের সভাপতি তথা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান নুরুল ইসলাম, দুবরাজপুরের ব্লক কোর কমিটির সদস্য অরুন চক্রবর্ত্তী। এ ছাড়া আরও কিছু নতুন ও পুরাতন মুখ রয়েছে এ বারের প্রার্থী তালিকায়।
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Panchayat Election 2023: কেষ্টহীন বীরভূমে একেবারে অন্য প্রার্থী তালিকা! বাদ পড়লেন কে কে? জুড়ল কার নাম?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement