SSKM: গলায় আটকে কৌটো, ৮ মাসের শিশুকে বাঁচাল এসএসকেএম
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২ হাসপাতাল ঘুরে ৮ মাসের শিশুকে অবশেষে বাঁচাল এসএসকেএম
#কলকাতা: ২ হাসপাতাল ঘুরে ৮ মাসের শিশুকে অবশেষে বাঁচাল এসএসকেএম। শুক্রবার সকালে খেলতে খেলতে একটি কাজলের কৌটো গলায় আটকে যায় নিউটাউনের বাসিন্দা ৮ মাসের এক শিশুর গলায়, ঠিক টনসিলের আগে। ফলে শিশু শ্বাস নিতে পারছিল না, পারছিল না লালা গিলতে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা প্রথমে সল্টলেকে সেবা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পাঠানো হয় এনআরএস হাসপাতালে। পরিবারের অভিযোগ, এনআরএস-এ নিয়ে আসা হলে প্রায় ৪০ মিনিটের বেশি ঘোরানোর পর জানানো হয় শিশুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে।
এসএসকে এম-এ নিয়ে আসার পর দ্রুত শিশুকে এমারজেন্সি বিভাগে নিয়ে গিয়ে গলায় আটকে থাকা কৌটো বের করা হয়। কিন্তু তখনই ইএনটি চিকিৎসক সৌত্রিক কুমার দেখেন, শিশুর অক্সিজেন স্যাচুরেশন প্রায় শূন্য হয়ে গিয়েছে। সেই অবস্থায়ই শিশুকে কোলে নিয়ে ছুটে ওটিতে যান চিকিৎসক, দেওয়া হয় অক্সিজেন! বর্তমানে শিশু এসএসকেএম হাসপাতালের মেন ব্লকে ভেন্টিলেশনে চিকিৎসাধীন। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর শিশুর শারীরিক অবস্থার সম্পর্কে আরও বিস্তারিত জানানো যাবে বলে জানান হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত।
advertisement
advertisement
এর আগেও বহু অসাধ্য সাধন করেছে এসএসকেএম! গতবছর, উত্তর দিনাজপুর ইটাহার এলাকার ডাংগি হাটগাছি গ্রামের বাসিন্দা শফিকুল আলির দু'বছরের শিশুপুত্র মোস্তাকিম আলির হঠাৎ করেই খেলতে খেলতে তীব্র শ্বাসকষ্ট ও বমি শুরু হয় তার। কিছু না বুঝতে পেরে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ পরে সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজে যায় শিশুর পরিবার। এক্স-রে করলে দেখা যায় শ্বাসনালীর ডান দিকে একটি পেরেক আটকে আছে। মালদহ মেডিক্যাল কলেজ থেকে শিশুটিকে তড়িঘড়ি রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। শনিবার বিকেলে মালদহ মেডিক্যাল কলেজ থেকে বেরিয়ে ভোররাতে এসএসকেএম হাসপাতালে পৌঁছায় শিশুর পরিবার। রবিবার সকালে শুরু হয় যুদ্ধ। এসএসকেএম হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ অরুনাভ সেনগুপ্তের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল দু'ঘণ্টার জটিল অস্ত্রোপচার করে ব্রঙ্কোসকপির মাধ্যমে পেরেকটিকে শিশুটির গলা থেকে বের করতে সক্ষম হয়। পেরেকটি বেরিয়ে আসার পর চিকিৎসকদের চক্ষু চড়কগাছ! প্রায় আড়াই ইঞ্চি লম্বা পেরেকটি কিছুটা বাঁকা অবস্থায় ছিল। এক কথায় বললে জীবন-মরণ সংকট ছিল শিশুটির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 6:43 PM IST