Shah Rukh Khan: "তোমাদের জন্যই সবটা সম্ভব," লাভ হোস্টেলে বিক্রান্ত, সানিয়া এবং ববি দেওলের প্রশংসায় উচ্ছ্বসিত শাহরুখ খান!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Vikrant Massey and Sanya Malhotra: দৃশ্যম ফিল্মসের প্রযোজনায় লাভ হোস্টেলের উপস্থাপনার দায়িত্ব সামলেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
#মুম্বই: নিজের হোম প্রোডাকশনের সিনেমা ‘লাভ হোস্টেল’ নিয়ে উচ্ছ্বসিত কিং খান! ফেসবুক ও ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করে Love Hostel সিনেমার নেপথ্যের কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। “এত ভালবাসা পেয়ে অত্যন্ত খুশি। শুভকামনা শঙ্কর রমন, ববি দেওল (Bobby Deol), বিক্রান্ত মাসসি (Vikrant Massey) এবং সানিয়া মালহোত্রাকে (Sanya Malhotra)। তোমাদের জন্যই সবটা সম্ভব হয়েছে,” পোস্টে লিখেছেন শাহরুখ (Shah Rukh Khan)। লাভ হোস্টেল প্রযোজনা করেছেন গৌরী খান, মনীশ মুন্দ্রা এবং গৌরব ভার্মা। দৃশ্যম ফিল্মসের প্রযোজনায় লাভ হোস্টেলের উপস্থাপনার দায়িত্ব সামলেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লাভ হোস্টেলের ওটিটি প্লাটফর্ম ZEE5 সহ গৌরী, মনীশ, গৌরব এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টকেও শুভেচ্ছা জানিয়েছেন কিং খান।
আরও পড়ুন-
advertisement
Extremely happy to see #LoveHostel receiving so much love. Well done @iamshankerraman @thedeol @VikrantMassey & @sanyamalhotra07. You guys deserve all the cheers. pic.twitter.com/qiiP5iDQjX
— Shah Rukh Khan (@iamsrk) March 4, 2022
এর আগে নিজের প্রয়োজনা সংস্থার সিনেমা লাভ হোস্টেলের ট্রেলারও শেয়ার করেছিলেন শাহরুখ। হরিয়ানার পটভূমিতে লাভ হোস্টেল (Love Hostel) এক নববিবাহিত দম্পতির গল্প বলে, দুই চরিত্রই দুই ধর্মের। আহমেদ চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসসি (Vikrant Massey) এবং জ্যোতির চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা (Sanya Malhotra)। একটি সরকারি শেলটার হোমে আশ্রয় চায় এই দম্পতি৷ এই হোমে সেই দম্পতিরাই থাকেন যাদের অভিভাবক বা ধর্মীয় সম্প্রদায়ের তরফে প্রাণহানির বা অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
advertisement
আহমেদ এবং জ্যোতির প্রেম ও সম্পর্ক জ্যোতির ঠাকুমা বিধায়ক কমলা দিলাওয়ারকে (স্বরূপা ঘোষ) কে ভীষণভাবে ক্ষুব্ধ করে। কমলা রক্ষণশীল এবং ভীষণভাবে চান জ্যোতি বাড়ি ফিরে আসুক যাতে জ্যোতিকে তিনি খুন করতে পারেন। আহমেদ এবং জ্যোতির গতিবিধিকে নজরে রাখতে তিনি একজন হিটম্যানকেও (ববি দেওল) কাজে লাগান। বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে এমন দম্পতিদের হত্যার বিষয়ে খুবই উদ্যোগী ববি দেওলের চরিত্রটি। এই মনোভাবের পিছনে লুকিয়ে রয়েছে অতীতের একটি ঘটনা। চলচ্চিত্রের শেষের মুখে তা জানা যায়। ডাগরের চরিত্রে ববি দেওল নিজের সেটাই দিয়েছেন। তবে সবচেয়ে নজর কেড়েছেন অভিনেতা বিক্রান্ত মাসসি।
advertisement
অন্যদিকে, আরিয়ান মুম্বইয়ের আর্থার রোডের জেল থেকে মাদক মামলায় জামিন পাওয়ার পর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। পারিবারিক সমস্যা সামলে ফের কাজের ময়দানে নেমে যেতে প্রস্তুত শাহরুখ খান (Shah Rukh Khan)।
SRK অভিনীত রাজকুমার হিরানির পরবর্তী সিনেমার সেট প্রস্তুত হচ্ছে ফিল্ম সিটিতে। অ্যাটলি পরিচালিত নিজের হোম প্রোডাকশনের সিনেমার জন্য দক্ষিণ মুম্বইতে শ্যুটিং শুরু করছেন শাহরুখ (Shah Rukh Khan)। আরিয়ানকে গ্রেফতারের পর থেমেছিল পাঠান সিনেমার চিত্রগ্রহণ। সূত্রের খবর, বাকি থাকা শ্যুটিং শেষ করতে স্পেনে যাবেন শাহরুখ। স্পেন থেকে ফিরে এসেই পরিচালক অ্যাটলির সিনেমার জন্য আবার শ্যুটিং শুরু করবেন এসআরকে (Shah Rukh Khan)। গত বছরের ২১ সেপ্টেম্বর, অ্যাটলির সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন শাহরুখ। এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে দেখা যাবে নয়নতারাকে।
advertisement
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এই সিনেমায় অভিনয় করেছেন জন আব্রাহামও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 6:22 PM IST