SSC: ‘তারা যোগ্য, ১০ মে মধ্যে স্কুলে ফেরানোর দাবি’! মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ডেপুটেশন জমা দিলেন শিক্ষাকর্মীরা

Last Updated:

SSC: ২০১৬ ইউনাইটেড টিচিং ও নন টিচিং ফোরামের শিক্ষাকর্মীদের একটি প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান।


‘তারা যোগ্য, ১০ মে মধ্যে স্কুলে ফেরানোর দাবি’! মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ডেপুটেশন জমা দিলেন শিক্ষাকর্মীরা
‘তারা যোগ্য, ১০ মে মধ্যে স্কুলে ফেরানোর দাবি’! মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ডেপুটেশন জমা দিলেন শিক্ষাকর্মীরা
কলকাতা: ২০১৬ ইউনাইটেড টিচিং ও নন টিচিং ফোরামের শিক্ষাকর্মীদের একটি প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান। যদিও বাড়িতে মুখ্যমন্ত্রী না থাকলেও একজন আধিকারিকের কাছে তারা তাদের ডেপুটেশন জমা দিয়ে আসেন।
সম্প্রতি এর আগেও একজন হাজরা মোড় থেকে মিছিল করে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল এই গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীরা। তবে তাদের সেই অভিযান ব্যর্থ হয়। পুলিশ কোনওভাবেই তাদের কালীঘাট অভিযান করতে দেয়নি। পরে পুলিশের সঙ্গে বচসা তৈরী হলে শিক্ষাকর্মীদের একাংশকে প্রিজন ভ্যান করে আটক করে নিয়ে যায় পুলিশ৷ পরে ডিসি নর্থের কাছে সেইদিনই ডেপুটেশন দিয়েছিলেন তারা।
advertisement
advertisement
পরবর্তীতে অনশনরত শিক্ষাকর্মীদের সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৈঠকে বসেন মাধ্যমিকের ফল প্রকাশের আগের দিন। যেহেতু মধ্য শিক্ষা পর্ষদের একটি তলায় তারা অনশন চালাচ্ছিলেন এবং পরের দিন মাধ্যমিকের ফল প্রকাশ রয়েছে তাই তাদের উঠে যেতে বলা হয়েছিল সভাপতির পক্ষ থেকে।
advertisement
আগামিদিনে আইনি সহায়তা পাওয়ার প্রতিশ্রুতিতে অনশন প্রত্যাহার করেন অনশনরত গ্রুপ ডি শিক্ষাকর্মী সুজয় সর্দার, মৌমিতা বিশ্বাস, প্রলয় জমাদার ও একজন গ্রুপ-সি শিক্ষাকর্মী অসিত আড়িরা।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজারের চাকরি বাতিল হলেও, অযোগ্যদের তালিকায় এসএসসি-এর পক্ষ থেকে নথিভুক্ত হয়েছে ২০৯১ জনের নাম। এই চাকরিহারাদের দাবি তারা যোগ্য তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন রাজ্য সরকার। এই দাবি নিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হন তারা। ১০ মে মধ্যে স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন শিক্ষাকর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: ‘তারা যোগ্য, ১০ মে মধ্যে স্কুলে ফেরানোর দাবি’! মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ডেপুটেশন জমা দিলেন শিক্ষাকর্মীরা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement