Kolkata: চরম অমানবিক! খাস কলকাতায় খেলার বল আনতে যেতেই বাঁশ দিয়ে বেধড়ক মার ২ কিশোরকে, গ্রেফতার প্রোমোটার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kolkata: রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারিতে প্রোমাটারের দাদাগিরির অভিযোগ।
কলকাতা: রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারিতে প্রোমাটারের দাদাগিরির অভিযোগ। পূর্ব পুটিয়ারির তরুণ সংঘর মাঠে একটি নির্মীয়মান বহুতলে খেলতে গিয়ে বল ঢুকে যাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। বহুতলে উঠে যাওয়া খেলার বল আনতে গেলে দুই কিশোরকে বাঁশ দিয়ে পেটায় প্রোমোটার, এমনটাই অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। ইতিমধ্যেই প্রোমোটার প্রাণতোষ দাসকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার বিকেল চারটে নাগাদ এলাকারই চার কিশোর খেলতে আসে পাড়ার খেলার মাঠে। খেলার সময় বল ঢুকে যায় নির্মীয়মান বহুতলে। তখনই বহুতলে উপস্থিত ছিলেন প্রোমোটার প্রাণতোষ সাহা। বল তুলতে গেলে প্রোমোটার হঠাৎই বাঁশ দিয়ে মারতে শুরু করে দুই কিশোরকে। আহত দুই কিশোর এবং তাদের পরিবারের সদস্যদের অভিযোগ অকথ্য ভাষায় গালাগাল করা হয় ওই দুই কিশোরকে।
advertisement
advertisement
রাতেই থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। আহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রোমোটারকে রিজেন্ট পার্ক থানার তরফে। এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল ও ক্লাবের সদস্যরা এগিয়ে আসেন পরিবারের পাশে থাকতে বছর ১৫ এর দুই কিশোরের।
advertisement
ক্ষমতাশালী প্রোমোটার বরাবরই এলাকায় দাপুটে বলেই পরিচিত। এর আগেও রাস্তা দখলকে কেন্দ্র করে এলাকার মানুষের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে এলাকাবাসীর। প্রোমোটারের পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তারা। তবে একজন প্রোমোটার কীভাবে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পেলেন গোটা বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকেরা।
advertisement
সুস্মিতা মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 1:17 PM IST







