কলকাতা: দেবশ্রী রায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একের পর ছবি পোস্ট হয়েছে বলে অভিযোগ৷ আর তাতেই আইনি নোটিশ পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ আর তাই নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি৷
দেবশ্রী রায় বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন৷ যেগুলি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে৷ শোভনের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় এই পুরনো ছবিগুলি পোস্ট করা হয়েছে, তাঁর বদনাম করার জন্য৷ ছবি পোস্ট করার আগে তাঁর কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি৷ সেই কারণেই তিনি আইনি নোটিশ পাঠালেন দেবশ্রী রায়কে৷ দীর্ঘকাল আগে শোভন ও দেবশ্রীকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে৷ সেই ছবিগুলিই, যেগুলি আগেকার, সেগুলি সেই সময়ে অর্থাৎ ২০১৭ সালের বিভিন্ন সময়ে পোস্ট করেছিলেন তিনি৷
আরও পড়ুন: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯% মানুষ জানেন না
আরও পড়ুন: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কারজয়, ঘরে বসেই কোথায় দেখবেন এই তথ্যচিত্র? দারুণ চমক
দেবশ্রীর সেই সময়ের ছবিগুলির কয়েকটিতে দেখা যাচ্ছিল শোভনের সঙ্গে কথা বলছেন তিনি৷ কোনওটি আবার অন্য অনুষ্ঠানে বিভিন্ন লোকেদের মধ্যে তাঁরাও রয়েছেন৷ কোনওটায় দেবশ্রী ক্যাপশান দিয়েছেন, ‘সঙ্গে শোভন’, কোনওটায় আবার ‘মেয়রের সঙ্গে৷’ এই সব ছবি নিয়েই আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়৷
শোভন জানিয়েছেন, ‘‘কয়েকদিন আগে আমার পরিচিত কয়েকজন ব্যক্তি দেবশ্রী রায়ের প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবি নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেন৷ আমার ছবি নিয়ে, আমার অনুমতি ছাড়া আমার অফিশিয়াল পদের উল্লেখ করে পোস্ট করা হয়েছে৷ ২০১৭, ’১৮, ’১৯ সালে আমার নাম ব্যবহার করে যে পোস্টগুলি করা হয়েছে, সেগুলি কখনই সেই সময়ের ঘটনা নয়৷ অনেক আগের ঘটনা, দেখানো হচ্ছে যেন এগুলি ২০১৭, ’১৮, ’১৯ সালে৷ এর পিছনে আমি কোনও পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি৷’’ এই পরিপ্রেক্ষিতে দেবশ্রী রায় জানিয়েছেন, ‘‘আমার আইনজীবী আইনের পথে এর জবাব দেবেন৷ আইনত যেটি সঠিক, সেদিকেই এগোব, কোনও ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজ হলে তার ব্যবস্থা তো আমি নেব না৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sovan Chatterjee