Oscars 2023: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কারজয়, ঘরে বসেই কোথায় দেখবেন এই তথ্যচিত্র? দারুণ চমক

Last Updated:

Oscars 2023: অস্কারের মঞ্চে সেরা স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।

কলকাতা: ৯৫তম অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমা নিজেদের স্বাক্ষর রাখল। সেরা স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। এই বিভাগে অন্যান্য নমিনিরা ছিল, 'হলআউট, হাউ ডু ইউ মেসার আ ইয়ার', 'দ্য মাথা মিচেল এফেক্ট' এবং 'স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট'। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মাহুতদের জীবন নিয়ে তৈরি হয়েছে ছবিটি।
কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে৷ ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসমঞ্চে মিলল সেরার শিরোপা৷ প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে অস্কার পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'৷
আরও পড়ুন: ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
এই ছবিটি আপনি কোথায় দেখতে পাবেন? সোমবার অস্কার পুরস্কারের তালিকা প্রকাশের পর এই প্রশ্ন এখন প্রত্যেক ভারতীয়ের মাথাতেই ঘুরছে? আপনি ঘরে বসেই এই অস্কারজয়ী ছবি দেখে ফেলতে পারবেন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ দেখা যাবে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।
advertisement
advertisement
আরও পড়ুন: রাই লক্ষ্মীকে চেনেন? দু'টুকরো লাল পোশাকে ঝড় তুলেছেন ধোনির 'প্রাক্তন' প্রেমিকা! দেখুন
সিনেমাটি এমন এক দম্পতিকে নিয়ে যারা একটি হাতিকে তাদের সন্তানের মতো ভালোবাসে। সিনেমাটি একটি প্রাণী, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক বোঝায়। বোম্মান নামে এক বৃদ্ধ এবং বেলি নামের এক মহিলা তামিলনাড়ুর এক জঙ্গলে থাকেন এবং ওই হাতি লালন-পালন করেন। একটি হাতির জীবনযাত্রা এবং তার সঙ্গে দম্পতির বন্ধন দেখানো হয়েছে ৪০ মিনিটের একটি তথ্যচিত্রে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কারজয়, ঘরে বসেই কোথায় দেখবেন এই তথ্যচিত্র? দারুণ চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement