২০১০-এর ৪ জুলাই সাক্ষী ধোনির সঙ্গে বিয়ে হয় এম এস ধোনির। তবে তার আগে ধোনির নাম জুড়েছিল দক্ষিণের এক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে। ধোনি অবশ্য কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তিনি রাই লক্ষ্মী। সম্প্রতি তাঁর লাল বিকিনি পরা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন
2/ 10
বোল্ড বিকিনি লুকে রাই। ২০০৮-০৯ নাগাদ দক্ষিণের অভিনেত্রা রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক ছিলেন ধোনি। এমনটাই শোনা যায়।
3/ 10
রাই লক্ষ্মী এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন আগেও। তবে ধোনির মুখে বরাবর কুলুপ আঁটা। ট্রপিকাল থিমের বিকিনিতে সূর্যস্নানে মগ্ন নায়িকা।
4/ 10
হলুদ বিকিনিতে মোহময়ী রূপে রাই।
5/ 10
রাফলড মেরুন বিকিনির সাজে হট লুক। আইপিএলের পার্টিতে প্রায়ই ধোনি ও রাই লক্ষ্মীকে একসঙ্গে দেখা যেত। সেই সময় ধোনি ও সুরেশ রায়নাকে রাই লক্ষ্মীর জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছিল।
6/ 10
২০১৪ সালে ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাই লক্ষ্মী। রাই লক্ষ্মী বলেছিলেন, আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো। সেই দাগ আমার জীবন থেকে সহজে মুছবে না। কালো বিকিনির সাজে রাই।
7/ 10
পুলের জলে জলকেলিতে মত্ত রাই।
8/ 10
কালো বিকিনির লুকে রাই লক্ষ্মী। রাই লক্ষ্মী বলেছিলেন, ধোনির সঙ্গে সম্পর্কের পরও আমি ২-৩টে সম্পর্কে ছিলাম।
9/ 10
তাঁর কথায়, কিন্তু বারবার ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়েই কথা হয়। আসলে যতবার কেউ ধোনির অতীত নিয়ে ঘাঁটবে ততবার আমার কথা উঠে আসবে।
10/ 10
টিল বিকিনি টপ ও ফ্লোরাল সারঙে সেজেছেন ধোনির 'প্রাক্তন' প্রেমিকা।
২০১০-এর ৪ জুলাই সাক্ষী ধোনির সঙ্গে বিয়ে হয় এম এস ধোনির। তবে তার আগে ধোনির নাম জুড়েছিল দক্ষিণের এক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে। ধোনি অবশ্য কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তিনি রাই লক্ষ্মী। সম্প্রতি তাঁর লাল বিকিনি পরা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন
২০১৪ সালে ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাই লক্ষ্মী। রাই লক্ষ্মী বলেছিলেন, আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো। সেই দাগ আমার জীবন থেকে সহজে মুছবে না। কালো বিকিনির সাজে রাই।