হোম /খবর /বিনোদন /
ফের অস্কার প্রাপ্তি ভারতের, পুরস্কৃত হল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Oscar Awards 2023: ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Oscar Awards 2023: কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পুরস্কৃত হল সেরা তথ্যচিত্র বিভাগে

  • Share this:

কলকাতা : অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার৷ কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে৷ ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মঞ্চে মিলল সেরার শিরোপা৷ প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’৷

এই বিভাগে মনোনয়নের দিক থেকে এটি তৃতীয় ভারতীয় ছবি৷ এর আগে ১৯৬৯ সালে ‘দ্য হাউস দ্যাট আনন্দা বিল্ট’ এবং ১৯৭৯ সালে ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’ ছবিদুটি ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেরা তথ্যচিত্র বিভাগে৷

আরও পড়ুন : অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই

আরও পড়ুন :  নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার

অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর পটভূমি। শিক্ষা এন্টারটেইনমেন্টের গুণীত মোঙ্গা এবং অচিন জৈন প্রযোজিত এই তথ্যচিত্রের কেন্দ্রে আছেন দক্ষিণ ভারতীয় দম্পতি বোম্মান এবং বেলি। অনাথ হস্তীশাবক রঘুর ভরণপোষণের জন্য জীবন পণ করতেও রাজি এই দম্পতি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম ভূয়সী প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে।

ভারতে ফের অস্কার পুরস্কার আগমনে খুশি বিনোদন মহল  এবং চলচ্চিত্রপ্রেমীরা।
Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Oscars 2023, The Elephant Whisperers