Durnibar Saha's Former Wife: অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই

Last Updated:

Durnibar Saha's Former Wife: অগণিত অনুরাগিণীর মধ্যে থেকে মীনাক্ষীকে পছন্দ হয়েছিল দুর্নিবারের৷ নিজেই চেয়ে নিয়েছিলেন ফোননাম্বার

কলকাতা : কেন ভেঙে গেল গায়ক দুর্নিবার সাহার প্রথম বিয়ে, তার কারণ নিয়ে চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়৷ অনুরাগীরা ভাবতেও পারেননি দুর্নিবার ও মীনাক্ষীর বিয়ে এতটা ক্ষণস্থায়ী হবে৷ অনেকেই জানেন না এক সময় মীনাক্ষীও ছিলেন গায়কের অনুরাগিণী৷ তাঁদের প্রেমপর্বের সূত্রপাত কোথায়, কী করে এগিয়েছিল সম্পর্কের সমীকরণ-সব তাঁরা জানিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান-এর এক পর্বে এসে৷
জি বাংলার সারেগামাপা-র মঞ্চে দুর্নিবারকে দেখে ভাল লেগেছিল মীনাক্ষীর৷ প্রথম দেখা পর্দার ওপার থেকেই৷ ফেসবুকে খুঁজে পাঠিয়েছিলেন ফ্রেন্ড রিকোয়েস্ট৷ অগণিত অনুরাগিণীর মধ্যে থেকে মীনাক্ষীকে পছন্দ হয়েছিল দুর্নিবারের৷ নিজেই চেয়ে নিয়েছিলেন ফোননাম্বার৷ এককথায় দুর্নিবার স্বীকার করেন যে প্রথমে আগ্রহের পারদ তাঁর তরফেই ছিল বেশি৷ রচনার প্রশ্নের উত্তরে গায়ক বলেছিলেন মীনাক্ষীকে দেখে তাঁর মনে যে ভালবাসার অনুভূতি এসেছিল তাতে মনে হয়েছিল এর সঙ্গে একদিন দুদিন নয়, কাটানো যেতে পারে সারা জীবন৷ সেই স্বপ্ন নিয়েই অঙ্গীকারবদ্ধ হন দুজনে৷
advertisement
বিয়ের পরও কিন্তু দুর্নিবারের ফ্যান ফলোয়িং-এ কোনও ভাটা পড়েনি৷ সেটা কেমন লাগত মীনাক্ষীর? তিনি জানান প্রথম দিকে সত্যিই তাঁর বিরক্ত লাগত৷ রাগও হত৷ কিন্তু পরে ক্রমে সব মেনে নিয়েছিলেন৷ এমনকি, রচনাকে তিনি এটাও বলেছিলেন যে বাড়ির গাছে সুন্দর ফুল হলে তার আশেপাশে মৌমাছিরা তো ভিড় করবেই৷ তাই বলে কি তিনি ফুলগাছের যত্ন নেবেন না? প্রাক্তন স্ত্রী মুখে এরকম কথা শুনে দৃশ্যতই আপ্লুত হয়ে পড়েন গায়ক দুর্নিবার৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার, ভাইরাল টেলিভিশন শো-এর পুরনো পর্ব
প্রেমের পাশাপাশি দাম্পত্য কলহও উঠে আসে কথাপ্রসঙ্গে৷ মীনাক্ষী জানিয়েছিলেন সম্পর্কে মিষ্টি মধুর ভাবের থেকেও বেশি ছিল টক ঝাল স্বাদ৷ আরও ব্যাখ্যা করে দুর্নিবার জানান, অম্লতা তাঁর তরফে বেশি৷ আর মীনাক্ষীর তীব্রতা ঝালের মতোই৷ কারণ তিনি রাগী৷ প্রাক্তন স্ত্রীর রাগ সামলানোর দায়িত্ব নাকি ছিল তাঁরই৷ জানান দুর্নিবার৷ একসঙ্গে গানের রেওয়াজ না করলেও দুজনে গুনগুন করতেন একসঙ্গে৷ অবসর কাটত গানের সুরে গুনগুনিয়েই৷
advertisement
আরও পড়ুন :  আগে পাটিপত্র ছাড়া হতই না বাঙালি বিয়ে, কী ছিল এই রীতি, নামকরণের কারণই বা কী
কিন্তু এই সুর কেটে গিয়েছিল অল্প দিনেই৷ বিয়ের কয়েক মাস পরেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে৷ ডিভোর্সের পর প্রথম বিয়ের দু বছরের ঠিক মাথায় দ্বিতীয় বিয়ে করলেন দুর্নিবার৷ অভিযোগ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে দুর্নিবারের পরকীয়া প্রেমেই ভাঙে তাঁর প্রথম সংসার৷ কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন দুর্নিবার৷ আপাতত সদ্য পরিণীতা মোহরের সঙ্গে নতুন জীবনের স্বপ্নে গায়ক বিভোর৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durnibar Saha's Former Wife: অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement