Durnibar Saha : নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার, ভাইরাল টেলিভিশন শো-এর পুরনো পর্ব

Last Updated:

Durnibar Saha : সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনের কথা উজাড় করে দিয়েছিলেন দুর্নিবার ও তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী

দুর্নিবার ও তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী
দুর্নিবার ও তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী
কলকাতা : ব্যক্তিগত জীবন এখন শিরোনামে এনেছে গায়ক দুর্নিবার সাহাকে। মাত্র দু’ বছরের মধ্যে দুবার বিয়ে করে তিনি এখন চর্চার কেন্দ্রে। তাঁর এবং মীনাক্ষীর প্রেম, সম্পর্ক, বিয়ের স্মৃতি এখনও টাটকা নেটিজেনদের মনে। ফলে চর্চার মাঝেই ভাইরাল হয়েছে দিদি নাম্বার ওয়ান রিয়্যালিটি শো-এর একটি পুরনো পর্ব। যেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনের কথা উজাড় করে দিয়েছিলেন দুর্নিবার ও তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী।
মাস কয়েক আগেই প্রথম স্ত্রীকে নিয়ে দুর্নিবার এসেছিলেন জনপ্রিয় এই টেলিভিশন শো-এর এক পর্বে। সঞ্চালিকা জানতে চেয়েছিলেন মীনাক্ষীর কাছে, যে বিয়ের পর তাঁর স্বামী কতটা পাল্টে গিয়েছেন। উত্তরে মীনাক্ষী জানান, কোনও পরিবর্তন নয়। প্রেমপর্বের মতো একইরকম আছেন গায়ক। স্বভাব অগোছালো দুর্নিবারকে নিয়ে অনুযোগও জানান মীনাক্ষী। শো-এর মঞ্চে দাঁড়িয়ে বলেন স্নান করতে একটুও পছন্দ করেন না দুর্নিবার। শীতকালে এক মাস স্নান না করে থাকা তাঁর কাছে কোনও ব্যাপারই নয়। গরমেও এক সপ্তাহ গায়ে জল না ঢেলে দিব্যি থাকতে পারেন তিনি।
advertisement
তাহলে কি সুগন্ধি লাগিয়ে বাইরে বার হন দুর্নিবার? রচনার প্রশ্নের উত্তরে মীনাক্ষী জানান, এমনকি সেটারও দরকার হয় না স্নানহীন দুর্নিবারের। কিন্তু এই অদ্ভুত আচরণের কারণ কী? মজা করে দুর্নিবার জানান, তিনি পরিবেশবান্ধব। তাই স্নান না করে জল বাঁচাচ্ছেন। সে না হয় বাঁচালেন। কিন্তু টেলি অনুষ্ঠানে এ সব শুনে যদি এ বার অনুষ্ঠানের দর্শক শ্রোতা জানতে চান, দুর্নিবার স্নান করে গাইতে এসেছেন কিনা? রচনার এই জিজ্ঞাসায় সাবলীলভাবে ছক্কা মারেন দুর্নিবার। বলেন, এই সুযোগে যদি একটু সেলফির আব্দার কমে। অর্থা‍‍ৎ এতটাই সেলফি তাঁকে অনুরাগীদের সঙ্গে তুলতে হয়!
advertisement
advertisement
আরও পড়ুন :  অশুভ শক্তি দূর করে বাড়িতে সৌভাগ্য বয়ে আনে এই ফুলগুলি
স্বামীর স্বভাবের আরও অপছন্দ নিয়ে মীনাক্ষীর কাছে জানতে চান রচনা৷ তিনি কিছু বলতেও যাচ্ছিলেন৷ কিন্তু প্রাক্তনকে থামিয়ে দেন দুর্নিবার৷ উল্টে মৃদু স্বরে বলেন তাঁকে নিয়ে ভাল কথা বলতে৷ তাতে সায় দিয়ে মীনাক্ষী বলেন দুর্নিবার বরাবরই তাঁর প্রতি খুব যত্নবান৷ এ বার দুর্নিবার নিজেই বলেন তিনি নিজে স্নান না করলেও মীনাক্ষীর স্নানের জল গরম করে দেন৷
advertisement
আরও পড়ুন :  'যৌন হেনস্থা হয়নি', শিশুকন্যাকে জার্মান চাইল্ড কেয়ারের হেফাজত থেকে ফেরত পেতে মরিয়া দেনাগ্রস্ত কর্মহীন ভারতীয় দম্পতি
এহেন প্রেমপর্ব তথা দাম্পত্যের ইতি মেনে নিতে এখনও পারেননি দুর্নিবারের অনুরাগীরা৷ গত ৯ মার্চ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে বিয়ের পর সামাজিক মাধ্যমে কটূক্তি এসেই চলেছে গায়ককে লক্ষ্য করে৷ তিনি এখন ট্রোলিংয়ের কেন্দ্রে৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও৷ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের ছবিও৷ প্রসঙ্গত দীর্ঘ প্রেমপর্বের পর ২০২১-এর ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তাঁরা৷ কিন্তু অভিযোগ, মোহরের সঙ্গে দুর্নিবারের পরকীয়া প্রেমের জেরে দু’ বছরেরও কম সময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁর প্রথম সংসার৷ এ সব অভিযোগ আগেও অস্বীকার করেছেন দুর্নিবার৷ বরং তাঁর সাম্প্রতিক পোস্ট বলছে অতীত ভুলে, কটাক্ষ উপেক্ষা করে তিনি এখন মোহরের সঙ্গে নতুন পথের পথিক৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durnibar Saha : নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার, ভাইরাল টেলিভিশন শো-এর পুরনো পর্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement