Lucky Flower Plants: অশুভ শক্তি দূর করে বাড়িতে সৌভাগ্য বয়ে আনে এই ফুলগুলি

Last Updated:
Lucky Flower Plants: শুধু অন্দরসজ্জাই নয়। বাস্তু ও ফেং শুই মতে ফুলের গাছের সঙ্গে জড়িয়ে আছে সৌভাগ্যও
1/10
বাগান না থাকলেও ব্যালকনি বা ঘরের ভিতর ইতিউতি গাছের পরিচর্যা করাই যায়। শুধু অন্দরসজ্জাই নয়। বাস্তু ও ফেং শুই মতে ফুলের গাছের সঙ্গে জড়িয়ে আছে সৌভাগ্যও। গরমকাল শুরুর আগে জেনে নিন কোন ফুলগাছ সৌভাগ্যসূচক।
বাগান না থাকলেও ব্যালকনি বা ঘরের ভিতর ইতিউতি গাছের পরিচর্যা করাই যায়। শুধু অন্দরসজ্জাই নয়। বাস্তু ও ফেং শুই মতে ফুলের গাছের সঙ্গে জড়িয়ে আছে সৌভাগ্যও। গরমকাল শুরুর আগে জেনে নিন কোন ফুলগাছ সৌভাগ্যসূচক।
advertisement
2/10
পিস লিলির নামের সঙ্গেই জড়িয়ে আছে শান্তির সূচক। ফেং শুই মতে এই গাছ বাতাস থেকে নেগেটিভ এনার্জি শোষণ করে পজিটিভ ভাইবস ছড়িয়ে দেয়। গৃহকোণের পরিবেশও বিশুদ্ধ রাখে এই ফুল।
পিস লিলির নামের সঙ্গেই জড়িয়ে আছে শান্তির সূচক। ফেং শুই মতে এই গাছ বাতাস থেকে নেগেটিভ এনার্জি শোষণ করে পজিটিভ ভাইবস ছড়িয়ে দেয়। গৃহকোণের পরিবেশও বিশুদ্ধ রাখে এই ফুল।
advertisement
3/10
সুগন্ধের মতো সৌভাগ্যও ছড়িয়ে দেয় জুঁইফুল। গরমে বাড়ির বারান্দা বা ছাদে এই ফুল সান্ধ্যকালীন আমেজকে আরও সুমধুর করে তোলে। উদ্বেগ দূর করে মানসিক প্রশান্তি আনে শ্বেতশুভ্র জুঁইফুল।
সুগন্ধের মতো সৌভাগ্যও ছড়িয়ে দেয় জুঁইফুল। গরমে বাড়ির বারান্দা বা ছাদে এই ফুল সান্ধ্যকালীন আমেজকে আরও সুমধুর করে তোলে। উদ্বেগ দূর করে মানসিক প্রশান্তি আনে শ্বেতশুভ্র জুঁইফুল।
advertisement
4/10
পদ্ম বললেই আমাদের সরোবর বা দীঘির কথা মনে পড়ে। তবে এখন কিন্তু অনেকেই বাড়িতে বড় পাত্রে পদ্মফুল ফোটাচ্ছেন। ইউটিউবে ভিডিও দেখে নিজেও চেষ্টা করতে পারবেন।
পদ্ম বললেই আমাদের সরোবর বা দীঘির কথা মনে পড়ে। তবে এখন কিন্তু অনেকেই বাড়িতে বড় পাত্রে পদ্মফুল ফোটাচ্ছেন। ইউটিউবে ভিডিও দেখে নিজেও চেষ্টা করতে পারবেন।
advertisement
5/10
পদ্মফুল হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মমতেই অত্যন্ত পবিত্র। এই ফুল বাড়িতে রাখলে আপনার সংসারের জন্য সৌভাগ্যবাহী। বাগানের উত্তরপূর্ব, উত্তর বা পূর্ব কোণে পদ্মপাত্র রাখলে তা খুবই শুভ।
পদ্মফুল হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মমতেই অত্যন্ত পবিত্র। এই ফুল বাড়িতে রাখলে আপনার সংসারের জন্য সৌভাগ্যবাহী। বাগানের উত্তরপূর্ব, উত্তর বা পূর্ব কোণে পদ্মপাত্র রাখলে তা খুবই শুভ।
advertisement
6/10
বাস্তুশাস্ত্র মতে উজ্জ্বল হলুদ গাঁদাফুল সৌভাগ্য ও আশা বহন করে নিয়ে আসে। বাড়ি থেকে অশুভ শক্তি দূরে রেখে পজিটিভিটি ছড়িয়ে দেয়। বাড়ির উত্তর বা পূর্ব কোণে রাখুন গাঁদা ফুলের টব। শুভ অনুষ্ঠানে গাঁদাফুল দিয়ে সাজান তোরণ।
বাস্তুশাস্ত্র মতে উজ্জ্বল হলুদ গাঁদাফুল সৌভাগ্য ও আশা বহন করে নিয়ে আসে। বাড়ি থেকে অশুভ শক্তি দূরে রেখে পজিটিভিটি ছড়িয়ে দেয়। বাড়ির উত্তর বা পূর্ব কোণে রাখুন গাঁদা ফুলের টব। শুভ অনুষ্ঠানে গাঁদাফুল দিয়ে সাজান তোরণ।
advertisement
7/10
শীতকালীন ফুল চন্দ্রমল্লিকাও খুব শুভ। বাস্তুশাস্ত্র মতে এই ফুল আনন্দ ও আশা বয়ে আনে আপনার সংসারে। বিশুদ্ধ রাখে বাতাস ও পরিবেশকে। তবে চন্দ্রমল্লিকা ফুল বসার ঘরে রাখলেও শোওয়ার ঘরে না রাখাই ভাল।
শীতকালীন ফুল চন্দ্রমল্লিকাও খুব শুভ। বাস্তুশাস্ত্র মতে এই ফুল আনন্দ ও আশা বয়ে আনে আপনার সংসারে। বিশুদ্ধ রাখে বাতাস ও পরিবেশকে। তবে চন্দ্রমল্লিকা ফুল বসার ঘরে রাখলেও শোওয়ার ঘরে না রাখাই ভাল।
advertisement
8/10
হিন্দু ধর্মে জবাফুল বরাবরই পবিত্র। হলুদ জবা মনের উদ্যম বাড়িয়ে তোলে। বাড়িতে সৌভাগ্য বয়ে আনে জবাফুল। বাস্তু মতে বাড়ির উত্তর বা পূর্ব কোণে জবাফুলের গাছ রাখা শুভ।
হিন্দু ধর্মে জবাফুল বরাবরই পবিত্র। হলুদ জবা মনের উদ্যম বাড়িয়ে তোলে। বাড়িতে সৌভাগ্য বয়ে আনে জবাফুল। বাস্তু মতে বাড়ির উত্তর বা পূর্ব কোণে জবাফুলের গাছ রাখা শুভ।
advertisement
9/10
কণ্টকময় হলেও গোলাপ কিন্তু আপনার সংসারের জন্য শুভ। বাস্তশাস্ত্র মতে গোলাপ বাড়িতে পজিটিভ ভাইবস ছড়িয়ে দেয়। গোলাপের সুবাস উদ্বেগ কমিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। লাল গোলাপ মানে প্রেম, হলুদ গোলাপ আনন্দ এবং সাদাগোলাপ শান্তির প্রতীক। বাগানের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গোলাপগাছ। ঘরে দক্ষিণ পশ্চিম কোণে রাখুন ফুলদানিতে গোলাপ।
কণ্টকময় হলেও গোলাপ কিন্তু আপনার সংসারের জন্য শুভ। বাস্তশাস্ত্র মতে গোলাপ বাড়িতে পজিটিভ ভাইবস ছড়িয়ে দেয়। গোলাপের সুবাস উদ্বেগ কমিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। লাল গোলাপ মানে প্রেম, হলুদ গোলাপ আনন্দ এবং সাদাগোলাপ শান্তির প্রতীক। বাগানের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গোলাপগাছ। ঘরে দক্ষিণ পশ্চিম কোণে রাখুন ফুলদানিতে গোলাপ।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement