Indian Railways: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯‍% মানুষ জানেন না

Last Updated:
Indian Railways: অধিকাংশ মানুষেরই ধারণা, টিটিই বা টিসি একই পদ, তাঁদের কোনও পার্থক্য নেই।
1/5
ট্রেনের মতো আরামের ভ্রমণ আর কীই বা আছে। এমনকী সস্তাতেও যাত্রা করা যায় ট্রেনে। কিন্তু বহু যাত্রী প্রায়শই টিটিই বা টিসিকে ভয় পান কারণ তাদের কাজ টিকিট চেক করা এবং টিকিট ছাড়া যাত্রীদের উপর জরিমানা আরোপ করা।
ট্রেনের মতো আরামের ভ্রমণ আর কীই বা আছে। এমনকী সস্তাতেও যাত্রা করা যায় ট্রেনে। কিন্তু বহু যাত্রী প্রায়শই টিটিই বা টিসিকে ভয় পান কারণ তাদের কাজ টিকিট চেক করা এবং টিকিট ছাড়া যাত্রীদের উপর জরিমানা আরোপ করা।
advertisement
2/5
অধিকাংশ মানুষেরই ধারণা, টিটিই বা টিসি একই পদ, তাঁদের কোনও পার্থক্য নেই। কিন্তু জানেন কি, TTE এবং TC উভয়ই আলাদা পদ এবং তাদের কর্মপদ্ধতিও আলাদা।
অধিকাংশ মানুষেরই ধারণা, টিটিই বা টিসি একই পদ, তাঁদের কোনও পার্থক্য নেই। কিন্তু জানেন কি, TTE এবং TC উভয়ই আলাদা পদ এবং তাদের কর্মপদ্ধতিও আলাদা।
advertisement
3/5
TTE এবং TC উভয়ের মৌলিক কাজ হল টিকিট চেক করা। কিন্তু তাঁদের কর্মপদ্ধতিতে একটি বড় পার্থক্য রয়েছে। জেনে নিন, রেলের এই দুই অফিসারের মধ্যে পার্থক্য কী? তাঁদের কাজ করার পদ্ধতিই বা কী?
TTE এবং TC উভয়ের মৌলিক কাজ হল টিকিট চেক করা। কিন্তু তাঁদের কর্মপদ্ধতিতে একটি বড় পার্থক্য রয়েছে। জেনে নিন, রেলের এই দুই অফিসারের মধ্যে পার্থক্য কী? তাঁদের কাজ করার পদ্ধতিই বা কী?
advertisement
4/5
টিটিই হলেন ট্র্যাভেল টিকিট পরীক্ষক, যিনি ট্রেনের ভিতরে টিকিট চেক করতে আসেন। এই রেল কর্মচারী প্রিমিয়াম ট্রেন থেকে মেইল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট চেক করেন। TTE-এর মূল কাজ হল ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত করা, আইডি এবং আসন সংক্রান্ত তথ্য চেক করা। তার শার্টের ব্যাজের উপরে TTE স্পষ্টভাবে লেখাই থাকে। অর্থাৎ, টিটিই যা কাজ করেন, তা সমস্তটাই ট্রেনের ভিতরে।
টিটিই হলেন ট্র্যাভেল টিকিট পরীক্ষক, যিনি ট্রেনের ভিতরে টিকিট চেক করতে আসেন। এই রেল কর্মচারী প্রিমিয়াম ট্রেন থেকে মেইল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট চেক করেন। TTE-এর মূল কাজ হল ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত করা, আইডি এবং আসন সংক্রান্ত তথ্য চেক করা। তার শার্টের ব্যাজের উপরে TTE স্পষ্টভাবে লেখাই থাকে। অর্থাৎ, টিটিই যা কাজ করেন, তা সমস্তটাই ট্রেনের ভিতরে।
advertisement
5/5
অপরদিকে, টিসির কাজও টিকিট চেক করা, কিন্তু তাদের অধিকারের পার্থক্য রয়েছে। টিটিই যেমন ট্রেনের ভিতরে টিকিট চেক করে, অপরদিকে, টিসি (টিকিট কালেক্টর) মূলত প্ল্যাটফর্মে দাঁড়িয়েই টিকিট চেক করে। টিসি অর্থাৎ টিকিট কালেক্টর মূলত প্ল্যাটফর্মেই টিকিট চেক করেন।
অপরদিকে, টিসির কাজও টিকিট চেক করা, কিন্তু তাদের অধিকারের পার্থক্য রয়েছে। টিটিই যেমন ট্রেনের ভিতরে টিকিট চেক করে, অপরদিকে, টিসি (টিকিট কালেক্টর) মূলত প্ল্যাটফর্মে দাঁড়িয়েই টিকিট চেক করে। টিসি অর্থাৎ টিকিট কালেক্টর মূলত প্ল্যাটফর্মেই টিকিট চেক করেন।
advertisement
advertisement
advertisement