Indian Railways: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯% মানুষ জানেন না
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railways: অধিকাংশ মানুষেরই ধারণা, টিটিই বা টিসি একই পদ, তাঁদের কোনও পার্থক্য নেই।
advertisement
advertisement
advertisement
টিটিই হলেন ট্র্যাভেল টিকিট পরীক্ষক, যিনি ট্রেনের ভিতরে টিকিট চেক করতে আসেন। এই রেল কর্মচারী প্রিমিয়াম ট্রেন থেকে মেইল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট চেক করেন। TTE-এর মূল কাজ হল ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত করা, আইডি এবং আসন সংক্রান্ত তথ্য চেক করা। তার শার্টের ব্যাজের উপরে TTE স্পষ্টভাবে লেখাই থাকে। অর্থাৎ, টিটিই যা কাজ করেন, তা সমস্তটাই ট্রেনের ভিতরে।
advertisement