#কলকাতা: প্রায় সাড়ে ৩ বছর পর নিজের গড় বেহালায় মিছিল করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও । এ দিন শোভন-বৈশাখীর মিছিল বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। বেহালায় রোড শো চলাকালীন সংবাদমাধ্যমে BJP-র কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন বলেন, ‘‘বিজেপি টিকিট দিলে বেহালা পূর্ব থেকেই ভোটে লড়ব আমি । শুধু বেহালা নয়, গোটা কলকাতাই তৃণমূল শূন্য হয়ে যাবে ।’’
মঙ্গলবারের এই রোড শো শুরুর আগে বাড়ি থেকে বেরনোর সময়ই শোভনবাবুকে বেহালা পর্যন্ত বাইক মিছিল করে নিয়ে আসেন বিজেপি কর্মীসমর্থকরা । এরপর হুড খোলা জিপে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোড শো করেন শোভন চট্টোপাধ্যায় । হাজার হাজার মানুষের ভিড়ে এ দিন শোনা যায় তৃণমূল বিরোধী একাধিক স্লোগান । 'ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ' স্লোগানেও গলা হাঁকান শোভন-বৈশাখী। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বৈশাখী বলেন, ‘‘বেহালার মানুষ আজ প্রমাণ করে দিল, তাঁরা কুৎসা-অপপ্রচারের সঙ্গে নেই। তাঁরা পদ্মফুলের সঙ্গে রয়েছেন।’’ পাশাপাশি কলকাতার প্রাক্তন মেয়র এবং বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে আধুনিক বেহালার রূপকার বলে উল্লেখ করেন তিনি ।
রোড শো শেষে থ্রি এ বাসস্ট্যান্ডের পাশেই সভা করেন শোভন চট্টোপাধ্যায় । এ দিনের সভায় তৃণমূলের বিরুদ্ধে একের পর তোপ দাগেন তিনি । নাম করে পার্থ চট্টোপাধ্যায়কে একের পর এক অগ্নিবাণে বিদ্ধ করেন শোভন । বেহালার ১৩১ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এ দিন বলেন, ‘‘পার্থবাবু জেনে রাখুন, বাংলাতে একটাই সরকার শপথ নেবে । আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আপনি বিধানসভাতেও যেতে পারবেন না । আপনি মন্ত্রিসভাতেই স্থান পাবেন না ।’’ এখানেই শেষ নয়, শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব’কে আক্রমণ শানিয়ে আরও চাঁছাছোলা ভাষায় শোভন বলেন, ‘‘পার্থবাবু আপনি আমার নামে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন । নেতা হওয়ার আগে ভাল কর্মী হন । ৪৫০ কোটি টাকা কোথা থেকে পেলেন, উত্তর দিন।’’
এরপর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও শোভন বলেন, ‘‘আপনি ভয় পেয়েছেন । তাই উত্তরবঙ্গ থেকে ওই সমস্ত কথা বলছেন । এ বার আপনাকে বাংলা থেকে সরিয়ে দেবে মানুষ ।’’ নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদকেও নিশানা করতে ছাড়েননি শোভন । এ দিনের সভায় তিনি বলেন, ‘‘ডায়মন্ড হারবারের সাংসদ সব ভোট লুঠ করেছেন । আজকে তৃণমূল কংগ্রেসে কেন কয়লা চুরির মতো শব্দ আসবে? বালি চুরির সঙ্গে কেন নাম জড়িয়ে যাবে? কেন গরু পাচারের নাম আসবে? সব ইতিহাস জানি । আপনার সরকার এই চুরির ভাগ নেবে না বলে সবাই আপনাকে ছেড়ে যাচ্ছেন ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baisakhi Banerjee, Behala, BJP, Sovan Chatterjee